ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সব জল্পনার তবে কি অবসান? অভিষেক (Abhishek Bachchan) ও ঐশ্বর্যার (Aishwarya Rai Bachchan) বিচ্ছেদ নিয়ে এই যে এত গুঞ্জন, এত কথা, সবকিছু এক লহমায় বন্ধ করে দিতে দিলেন অভিনেত্রী (Abhishek-Aishwarya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। রীতিমত সেলফি মুডে রয়েছেন অভিষেক আর ঐশ্বর্যা। তাহলে এতদিন বিচ্ছেদ জল্পনা নিয়ে কেন চুপ ছিলেন? কেনই বা বিষয়টা নিয়ে কথা বলেননি? এই ছবিটা কবেকার? এখন এক রাশ ধোঁয়াশা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হট টপিক (Abhishek-Aishwarya)
সম্প্রতি বলিউডে সবথেকে হট টপিক হল ঐশ্বর্যা আর অভিষেকের সম্পর্কের (Abhishek-Aishwarya) বিচ্ছেদ জল্পনা। মাঝে ঢুকে গিয়েছেন নিমরত কৌর। যদিও অভিনেত্রী নিমরত বহুদিন আগেই স্পষ্ট বলে দিয়েছেন, তিনি সিঙ্গল। তিনি কোনও সম্পর্কে নেই। তারপর জল্পনা বন্ধ হওয়ার কথা। কিন্তু তাতে ইতি পড়েনি।
কেন কিছু বললেন না? (Abhishek-Aishwarya)
প্রশ্ন হল, এই তারকা দম্পতি সবটাই তো দেখতে পাচ্ছেন, তাঁদের সম্পর্ক নিয়ে কত কথা হচ্ছে, তারপরেও কেন চুপ রয়েছেন (Abhishek-Aishwarya)? তাঁরা তো চাইলেই সবাই কি চুপ করিয়ে দিতে পারতেন! সম্প্রতি হঠাৎ এই ভাইরাল হওয়া ছবিটির নেপথ্যে গল্পটাই বা কী?
আরও পড়ুন: Tripti Dimri: শাহরুখ নন, সেরা তারকা তৃপ্তি! কোন ম্যাজিকে ‘ভাবি টু’ বাজিমাত করলেন?
আরাধ্যার জন্মদিন
কয়েকদিন আগেই আরাধ্য বচ্চনের ১৩তম জন্মদিন উপলক্ষে মা ঐশ্বর্যা রাই বিভিন্ন ছবি পোস্ট করেছিলেন। তাতে অভিষেক বচ্চনের মুখ দেখা যায়নি বললেই চলে। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এই বলিউড (Bollywood) দম্পতিকে। তবে সেই সংস্থার তরফে, যাঁরা আরাধ্যার বার্থডে পার্টির আয়োজন করেছিলেন তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করতে দেখা যায়।
ছিলেন অভিষেক
দেখা যায় ঐশ্বর্য ও অভিষেক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে তাঁদের প্রতিক্রিয়া আলাদা আলাদা ভাবে ভিডিয়ো করা হয়। এই আলাদা ভিডিয়োর জন্য নেটিজেনরা একপ্রকার ধরেই নেয়, তাঁরা একসঙ্গে ছিলেন না সেদিন। অতঃপর পরিষ্কার হয় যে সেই ভিডিয়ো একই অনুষ্ঠানের। অর্থাৎ মেয়ের জন্মদিন একই সঙ্গে পালন করেন তাঁরা। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্যা, অভিষেক, ঐশ্বর্যের মা বিন্দা এবং অনু রঞ্জন। তাঁদের সেই সেলফি দেখে নেটিজেনরা খুবই উৎসুক।
আরও পড়ুন: Pushpa 2: ‘পুষ্পা টু’ মুক্তি পেতেই ফেঁসে গেলেন আল্লু অর্জুন! দায়ের খুনের মামলা
বহু পোস্ট অমিতাভের
প্রসঙ্গত ছেলে আর বৌমার এই সম্পর্কে জল্পনার মাঝে বারংবার নানান পোস্ট করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। তিনি সরাসরি কিছু না বললেও, বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা বিরক্ত। বচ্চন পরিবারকে নিয়ে যেভাবে ট্রোল আর মিমের পাহাড় জমছে, তা তিনি একেবারেই পছন্দ করছেন না। এমনকি একবার একটা পোস্টে এও বলেছিলেন, যা রটছে তা পুরোটাই গুজব। এছাড়াও এর আগে বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিষেক আর ঐশ্বর্যার সম্পর্কের বিচ্ছেদের খবর পুরোটাই ভুয়ো।