ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াকফ সংশোধনী বিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। কোথাও জমায়েত, কোথাও বিক্ষোভ— কিছু জায়গায় পরিস্থিতি হিংসাত্মক আকারও নিয়েছে। এবার শান্তির বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শনিবার বিকেলে এক বেসরকারী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক বলেন, “বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে। আমরা তা করতে দেব না।” তিনি আরও বলেন, রাজ্য সরকার ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করে না এবং বাংলা এ ধরনের কোনও আইনের অধীনে চলবে না। অভিষেকের কথায়, “এই বিল কেন্দ্রীয় সরকার এনেছে, তাই এ বিষয়ে উত্তর কেন্দ্র সরকারের কাছেই চাইতে হবে। আমরা বাংলায় এই আইন কার্যকর হতে দেব না।” তিনি আরও বলেন, “রাজ্যবাসীর কাছে আমার আবেদন— গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন।”
রাজনৈতিক চক্রান্তের চেষ্টা! (Abhishek Banerjee)
অভিষেকের অভিযোগ, এই উত্তেজনার নেপথ্যে রয়েছে পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তাঁর কথায়, “যারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে, তাদের মুখোশ খুব শিগগিরই খুলে যাবে।”
শনিবার দুপুরে রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের তরফেও জানানো হয়েছে, উত্তেজনা বা অশান্তি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় উস্কানিমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।(Abhishek Banerjee) রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমও গুজব থেকে দূরে থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। তাঁরা জানান, উত্তেজনার উস্কানি দেওয়ার জন্য যে কোনও ব্যক্তিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াকফ সংশোধনী বিল পাসের পর থেকেই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এই বিল সংখ্যালঘুদের সম্পত্তির উপর হস্তক্ষেপের চেষ্টা। সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই আইন বাংলায় কার্যকর হবে না।”