Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস (Abhishek Banerjee) উপলক্ষে বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। বিশেষ করে আর জি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, বিরোধীদের ভূমিকা নিয়েও সরব হন।
অভিষেকের নিশানা (Abhishek Banerjee)
মঞ্চে উঠে অভিষেক বলেন, “এক বছর পেরিয়ে গেলেও সিবিআই এখনও পর্যন্ত আর (Abhishek Banerjee) কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ রাজ্য পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে ধরেছিল। এতে প্রমাণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেখানে কার্যকর, মোদির সিবিআই সেখানে ব্যর্থ।”
আর জি কর ইস্যুতে বার্তা (Abhishek Banerjee)
২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত (Abhishek Banerjee) এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। সেই ঘটনার বর্ষপূর্তির পর ফের তৃণমূলের তরফে কেন্দ্রকে কাঠগড়ায় তোলা হল। অভিষেক বলেন, “যে নারীরা তখন সাহস করে রাস্তায় নেমেছিলেন, তাঁদের আমি শ্রদ্ধা জানাই। কিন্তু যারা রাতের অন্ধকারে হাসপাতাল দখল করেছিল, তারা আন্দোলনের নামে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ভাঙতে চেয়েছিল তাদের কী উদ্দেশ্য ছিল।” তিনি আরও বলেন, “এই আন্দোলনের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার চেষ্টা হয়েছিল। না হলে আজও সিপিএম কোথায়? এতদিন ধরে অপরাজিতা বিল আটকে পড়ে রয়েছে, অথচ তাদের কোনও প্রতিবাদ নেই। পথে নামার আগ্রহও নেই!”

সিবিআই তদন্তে প্রশ্ন
সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, “এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও একজন সঞ্জয় রায় ছাড়া আর কোনও নাম কেন উঠে এল না? কেন আজও অপরাধের শিকড় খুঁজে বের করা গেল না? রাজ্য পুলিশ একদিনে কাজ করে দেখিয়েছে, কেন্দ্রীয় সংস্থা সেটা একবছরেও পারল না।” প্রসঙ্গত, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে আদালত। তবে এই রায় রাজ্যের কাছে পূর্ণ তৃপ্তির নয়। অভিষেকের মতে, “এই রায় প্রমাণ করে আমাদের পুলিশের কাজই সঠিক ছিল। তবে মূলচক্রকে চিহ্নিত করা এখনো বাকি। যারা এর পেছনে ছিল, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত শান্তি নেই।”
বিরোধীদের ‘নীরবতা’ নিয়েও কটাক্ষ
অভিষেকের প্রশ্ন, “এই ঘটনায় যাঁরা রাজনীতির রসদ খুঁজছিলেন, এখন তাঁরা কোথায়? যারা তখন ক্যাম্পাস দখল করে আন্দোলনের নাটক করেছিল, আজ তাদের মুখে তালা পড়ে গেছে?” একুশে জুলাইয়ের রেশ কাটতে না কাটতেই, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে অভিষেকের এই ভাষণ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, এই কথাই মনে করছেন অনেকে।