Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর পর রাজ্যে শুরু হতে পারে এসআইআরের (Abhishek Banerjee) কাজ। তার আগে থেকেই দলকে সক্রিয় ও সতর্ক থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে নিজের দপ্তরে সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
ভোটার তালিকা সংক্রান্ত কাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ (Abhishek Banerjee)
এই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত কাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি স্পষ্ট বলেন, “একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ভোটার তালিকার হালনাগাদ কাজে কোনও গাফিলতি চলবে না।” সূত্রের খবর, দলের তরফে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে, এসআইআরের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। সেই কারণেই অভিষেক দলের কর্মী ও নেতৃত্বকে এখন থেকেই সাবধান হয়ে মাঠে নামার পরামর্শ দেন।
একাধিকবার দ্বন্দ্বের সৃষ্টি (Abhishek Banerjee)
বিশেষ নজর দেওয়া হয়েছে গোসাবা এলাকাকে (Abhishek Banerjee)। ওই এলাকায় ভোটার তালিকা ঘিরে আগেও একাধিকবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাই এবার গোসাবায় আলাদা করে একটি কোর কমিটি গঠনের কথা জানিয়েছেন অভিষেক। সেই কমিটি গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং যে কোনও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।
সমাধানের রূপরেখা তৈরি করতে হবে
এদিন বৈঠকে শুধুমাত্র ভোটার তালিকাই নয়, দলের সাংগঠনিক পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ডায়মন্ডহারবারের সাংসদ জানান, হারা বুথগুলিতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কোথায় কেন হার হল, কী কারণে ভোট কমেছে- সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করে তার সমাধানের রূপরেখা তৈরি করতে হবে।

গোষ্ঠীদ্বন্দ্ব বা বিভেদ চলবে না
তিনি দলের নেতৃত্বকে বলেন, “প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা বিভেদ চলবে না। সামনে লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই এখন থেকে প্রস্তুতি নিতে হবে।” দলীয় সূত্রের খবর, আগামী দিনে রাজ্যের আরও কিছু সাংগঠনিক জেলাকে নিয়েও এ ধরনের বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Kartik Aaryan: কলকাতায় লুকিয়ে ‘ভুলভুলাইয়া ৪’ এর সিক্রেট! মেসেজ দিলেন কার্তিক
এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রশাসনিক সিদ্ধান্ত এবং ভোটার তালিকা প্রক্রিয়া ঘিরে চরম টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে কোনওরকম বিপর্যয় রুখতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।