ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্বীকার করলেন যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমান। তিনি এর সপক্ষে যুক্তি দিয়েছেন যে দল ধীরে ধীরে বড় হচ্ছে। তাই অন্তর্দ্বন্দ্ব থাকা খুব স্বাভাবিক। কিন্তু তা বলে কেউ যদি দলের নিয়ম ভঙ্গ করে, দলীয় শৃঙ্খলা না মেনে চলে তাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ (Abhishek Banerjee)
বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ‘সেবাশ্রয়’ শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ জানান, “দলের ঊর্ধ্বে কেউ নন। নিজেকে কেউ কেউকেটা ভাবলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সকলকে দলীয় শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।”
দুলাল সরকার খুনেও অকপট অভিষেক (Abhishek Banerjee)
তারপরেই তার মুখে উঠে আসে তৃণমূল নেতা দুলাল সরকারের কথা। প্রসঙ্গত উল্লেখ্য, ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করা হয়। এই কাণ্ডে জড়িয়েছে মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। গ্রেফতারও করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তারপরই তৃণমূল থেকে তাকে বহিস্কার করা হয়। তারপরই মালদহের কালিয়াচকে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে। সেই নিয়েও দলের অন্দরের কোন্দল আসে প্রকাশ্যে। এই প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড (Abhishek Banerjee) জানিয়েছেন, “বিরোধীদের গ্রেফতার করার জন্য এই রাজ্যে তদন্ত করা হয় না। তদন্তের মত করেই তদন্ত হয়। অপরাধী যেই হোক না কেন, সাজা তাকে পেতেই হবে।”
দোষীদের আড়াল ‘না’, বার্তা অভিষেকের
তিনি আরও বলেছেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বময় নেত্রী তিনি। মালদহের ঘটনায় তৃণমূলেরই এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাম আমলে এমন একটাও উদাহরণ নেই। রাজ্যের বর্তমান সরকার দোষীদের কখনও আড়াল করে না। উত্তরপ্রদেশে কোনও বিজেপি নেতা অপরাধ করলে তাকে গ্রেফতার করা হয় কি?”
আরও পড়ুন: Awas Yojana at Memari: ‘বাংলার বাড়ি’র টাকা থেকে ‘উন্নয়ন ফি’? অভিযোগে উত্তাল মেমারি
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোলাখুলি জবাব অভিষেকের
মালদহের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ সম্পর্কে অভিষেক জানান, “মুখ্যমন্ত্রী পুলিশকে যা বলার সেটা বলেছেন। তদন্ত চলছে।” দলের অন্দরের বিতর্ক সম্পর্কে তিনি বলেন, “দল বড় হলে, তখন সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা খুব স্বাভাবিক। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব নেই? সিপিএমের ভেতরে কোনও সমস্যা ছিল না ? একটা দলে মতভেদ, মনোমালিন্য থাকতেই পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার।”
আরও পড়ুন: Bankura News : ট্রাইব টিভি বাংলার খবরের জের, ৪৮ ঘন্টার মধ্যে জল পৌঁছল আদিবাসী গ্রামে
দলের কর্মীদের দিলেন কড়া বার্তা
সবশেষে তিনি জানান, “যারা ভাবছেন নিজেদের আখের গুছিয়ে নিয়ে দল চালাবো, তারা ভুল করছেন। এই একই ভুল বিজেপি করেছে। দলকে যদি কেউ দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরকম ভুল কেউ করবেন না। আমাদের সঙ্গে অন্যান্য দলের পার্থক্য রয়েছে। আমরা মানুষের জন্য কাজ করি।”