ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (Abhishek Banerjee) গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বৈঠক শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়, বরং কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের কৌশল নির্ধারণের বড় মঞ্চ।
নির্বাচন কমিশনের ভূমিকা (Abhishek Banerjee)
সম্প্রতি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চারজন নির্বাচনী আধিকারিককে (Abhishek Banerjee) বরখাস্ত করেছে এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশও দিয়েছে। এই পদক্ষেপকে রাজ্যের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেই মনে করছেন অভিষেক। তাঁর মতে, নির্বাচন কমিশন স্বাভাবিক নিয়ম না মেনে সময়ের অনেক আগেই রাজনৈতিক হস্তক্ষেপ শুরু করেছে, যার লক্ষ্য একটাই-বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া।
ভোটার তালিকা (Abhishek Banerjee)
তিনি বলেন, “ভোটের সময় কমিশনের ক্ষমতা থাকলেও, এখন তারা যে তৎপরতা দেখাচ্ছে (Abhishek Banerjee) তা সংবিধান বিরোধী। এটি স্পষ্টতই একতরফা রাজনৈতিক খেলা।” অভিষেক অভিযোগ করেন, বাংলার প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

এসআইআর নিয়ে জাতীয় স্তরে আন্দোলনের প্রস্তুতি
বিহারে চলতি ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) ৬৫ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে আগামী বছর ভোট, তাই বিরোধীরা এই ইস্যুকে সামনে এনে জাতীয় পর্যায়ে প্রচার করতে চাইছে। শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন অভিষেক নিজেই। বুধবারের রাতের বৈঠকেই এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হতে পারে।
আরও পড়ুন: CRPF Jawan Death: সিআরপিএফ-এর গাড়ি খাদে পড়ে মৃত্যু ২ জওয়ানের
অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতি
শুধু ভোট নয়, অভিষেকের নিশানায় রয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা ও আন্তর্জাতিক কূটনীতিও। সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যে ৫০% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে তিনি বলেন, “এটি আমাদের কূটনৈতিক ব্যর্থতা। যারা ট্রাম্পের হয়ে প্রচার করেছে, তাদেরই এ নিয়ে জবাব দেওয়া উচিত।”
সন্ত্রাস দমনেও কেন্দ্র ব্যর্থ?
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ভারত সরকার আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাযথ চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখলের জন্য কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না?বিরোধী জোটের এই বৈঠকে তাই শুধু রাজনৈতিক আলোচনা নয়, ভোট, অর্থনীতি, বিদেশনীতি-সব ক্ষেত্রেই কেন্দ্রকে চাপে রাখার রণকৌশল ঠিক করতে চলেছে বিরোধীরা।