ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ (Abhishek Banerjee’s Post) সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
সোমবারের ইন্সটা পোস্ট (Abhishek Banerjee’s Post)
সোমবার তিনি চীনা সেনানায়ক সান জুর (Abhishek Banerjee‘s Post) বিখ্যাত বই ‘দ্য আর্ট অফ ওয়ার’-এর একটি উদ্ধৃতি শেয়ার করেন। পোস্টে লেখা ছিল, ‘‘যে লড়তে চায়, সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুণে নেয়!’’ এই উদ্ধৃতিটি শেয়ার করার পিছনে অভিষেকের উদ্দেশ্য কী, তা স্পষ্ট না হলেও এটি আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক সভার আগে তাঁর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সভায় থাকবেন না অভিষেক? (Abhishek Banerjee’s Post)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা নিয়ে সবাই উৎসুক। তবে অভিষেক এই সভায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও অনিশ্চিত। গত নভেম্বরে তৃণমূলের একটি সাংগঠনিক সভায় অভিষেকের ছবি-সহ পোস্টার ও ব্যানার না থাকায় দলের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছিল। এবারও তাঁর এই পোস্ট নিয়ে দলের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: BJPvsAAP: বিজেপির আম্বেদকরকে অপমান! দিল্লিতে আপ-বিজেপি সংঘাত চরমে!
অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’
অভিষেক সম্প্রতি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছেন, যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তিনি নিয়মিত লোকসভা কেন্দ্র পরিদর্শন করে জনসংযোগ বজায় রাখছেন। তাঁর ‘ডায়মন্ডহারবার মডেল’-কে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন তিনি।

ভবিষ্যতের বার্তা!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসে বেশকিছু দলের অভ্যন্তরে পরিবর্তন এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বেসর্বা হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিষেকের এই পোস্টকে অনেকেই তাঁর রাজনৈতিক অবস্থান ও দলের ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা হিসেবে দেখছেন।