ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার দুপুরে তৃণমূল সাংসদদের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকে একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে লোকসভার কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ নিতে পারছিলেন না দলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই শূন্যস্থান পূরণে এবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার দায়িত্ব দেওয়া হল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
দলনেতার গুরুদায়িত্ব (Abhishek Banerjee)
একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লোকসভায় দলের পারফরম্যান্স নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, রাজ্যসভায় দলের সাংসদেরা যথেষ্ট সক্রিয় হলেও, লোকসভায় সেই ছবি দেখা যাচ্ছে না। আর সেই কারণেই দলে গতি আনতে নতুন নেতৃত্বের প্রয়োজন বলে মনে করেন তৃণমূল নেত্রী। তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলনেতার গুরুদায়িত্ব তুলে দেন তিনি।
অভিষেকের আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট (Abhishek Banerjee)
নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার গভীর রাতে এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কৃতজ্ঞতা জানান অভিষেক। তিনি লেখেন, “দিদির ভরসা ও বিশ্বাস আমাকে নতুন দায়িত্ব নিতে উৎসাহিত করেছে। এই সম্মান আমার কাছে গর্বের, দায়িত্বের এবং দেশের গণতন্ত্রকে রক্ষা করার লড়াইয়ের প্রতীক।” তিনি আরও লেখেন, “আমাদের লক্ষ্য পরিষ্কার-কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করে ভারতীয় সংবিধানের মূল মূল্যবোধ, অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করা।”
দলীয় সূত্রের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করলেও, দিল্লিতে তৃণমূলের অবস্থানকে আরও দৃঢ় করে তুলতেই অভিষেকের উপর এই বড় দায়িত্ব দিলেন দলনেত্রী। অভিষেক বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মত
অন্যদিকে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকায় দিল্লির অধিবেশনগুলিতে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। ফলে, লোকসভায় দলের পক্ষ থেকে কার্যকরী অবস্থান ও নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।