ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই দীপান্বিতা অমাবস্যা। দুর্গাপুজোর পর এবার দেবী কালীর পূজার্চনায় মেতে উঠবে বঙ্গবাসী। এই বছর একই দিনে পড়েছে কালীপুজো ও দীপাবলি (Kalipuja 2024)। সারারাত জুড়ে চলবে দেবী কালীর আরাধনা। সেরকমই নদীয়ার কৃষ্ণনগরে কালী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন কৃষ্ণনগরবাসী। কৃষ্ণনগরের কালীপুজো উৎসবে বিশেষ নাম কৃষ্ণনগর মংলাপাড়া বারোয়ারি। প্রায় ১০০ বছর ধরে শক্তি আরাধনা করছেন তারা। এখনকার দেবী কালিকা মহাকালীমা নামে পরিচিত।
প্রায় ৩০ লক্ষ টাকার গহনায় সুসজ্জিত হন দেবী মা। প্রতি বছর তারা পূজা মণ্ডপে বিশেষ আকর্ষণ রাখেন সেরকম এবার তাঁদের ভাবনা আমেরিকার ইউনাইটেড স্টেট্ ক্যাপলিটালের আদলে। কৃষ্ণনগরে কালী পুজোয় এই প্যান্ডেলটি সব থেকে উঁচু এবং বড়, এমনটাই দাবি উদ্যোক্তাদের। তবে এই পুজোয় তারা বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজও করে থাকেন। যেমন দুঃস্থ বাচ্চাদেরকে ক্লাবের উদ্যোগে বাস ভাড়া করে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় মাতৃমূর্তি দর্শন করানো, একই সঙ্গে বিভিন্ন রকম ভাবে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে থাকেন পুজো উদ্যোক্তারা।
আরও পড়ুন: দীপাবলিতে মেঘমুক্ত আকাশ, কালীপুজোর পরই শীতের আগমন শহরে!
এই পূজার আরেকটি বিশেষ আকর্ষণ গঙ্গাণ যা কৃষ্ণনগরে আর অন্য কোনও বারি বা ক্লাব করে না এমনটাই জানান পুজো কমিটির সদস্যরা। ভক্তদের জন্য বিশেষ কুপন করে ভোগের ব্যবস্থা থাকলেও সর্বসাধারণের জন্য থাকে পোলাও ভোগের ব্যবস্থা। হাতে আর মাত্র কয়েকদিন, এখন চলছে জোর কদমে মণ্ডপ শয্যার কাজ। তারপরেই অগণিত দর্শনার্থীর পদধূলি পড়বে এই পুজোমণ্ডপে।