ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার সাধারণ মানুষ। বর্তমানে আশঙ্কায় ভুগছে রাজ্যবাসী, ফের কি নতুন করে চোখ রাঙাবে নিম্নচাপ? কালীপুজোয় সচরাচর বৃষ্টি হয়ই। এবারেও কি সেই সিলসিলাই জারি থাকবে? তবে এবার আর মনখারাপের খবর নয়, কালীপুজোর সময় দক্ষিণবঙ্গ জুড়ে মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা।
আলোর উৎসবে স্বস্তি। কালীপুজো ও দীপাবলিতে (Kalipuja Weather) মেঘমুক্ত পরিষ্কার থাকবে আকাশ। দু’এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। ভাইফোঁটার পরই শীতের আমেজ অনুভব করবে শহরবাসী। কালীপুজোর আগেই বঙ্গে শীতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: কালীপুজোর আগে বড় চমক রেলের! শিয়ালদহে চলবে বিশেষ ট্রেন
এবার ধীরে ধীরে শীতের আগমন ঘটবে। দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে বৃষ্টির সম্ভাবনাও। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তবে চলতি মাসে পিছু ছাড়বে না বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়।