Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ অভিষেক বসু (Abhishek Bose) ও শার্লি মোদক (Sharly Modak)। সম্প্রতি দুই মাস আগে তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন (Abhishek-Sharly)। তাঁদের বিয়ের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে শোনা গিয়েছে, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় অভিষেকের পোস্ট ঘিরে যত জল্পনা শুরু। কী পোস্ট করলেন অভিনেতা? সত্যিই কি তাঁদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে?
তৈরি হয়েছে দূরত্ব! (Abhishek-Sharly)
‘ফুলকি’ ধারাবাহিকে অভিষেক ও শার্লি (Abhishek-Sharly) একই সাথে কাজ করতেন। আর সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও পরে প্রেম। আর তাঁদের এই সম্পর্ক বাঁধা পড়ে বিয়ের মতো একটি শুভ সম্পর্কে। অভিষেক – শার্লির (Abhishek – Sharly) বিয়েতে উপস্থিত ছিল আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবেরা। খুবই সাদামাটা ভাবে তাঁরা বিয়ে-সারেন। এপ্রিলে তাঁদের বিয়ে হয়। অর্থাৎ দু মাস হয়েছে তাঁদের সুখী দাম্পত্যের জীবন। এরই মধ্যে শোনা গেল অভিষেক ও শার্লির মধ্যে দূরত্বের খবর! আর এই দূরত্বে খবর ছড়িয়ে পড়ে অভিষেকের পোস্টকে কেন্দ্র করে।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় (Abhishek-Sharly)
সোশ্যাল মিডিয়ায় দুজনেই যে সক্রিয় তা বলার অপেক্ষা রাখে না (Abhishek-Sharly)। প্রায় সময়েই সোশ্যাল মিডিয়াতে নানান রকম ছবি পোস্ট করেন দুজনে। সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করেছেন দু’জনে। অভিষেক বসুর (Abhishek Bose) পোস্ট দেখে জানা গিয়েছে, ‘কখনও কখনও কোনও কারণে তোমার যদি মন ভাঙ্গে, তাহলে অনেক সময় তাতে নিজের চোখ খুলে যায়।’ যেহেতু অভিষেকের পোস্টে মন ভাঙার কথা উল্লেখ রয়েছে। তাই নেটিজেনরা সহজে ধরে নিচ্ছেন, তাঁদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: Virat-Anushka: বিরাট-অনুষ্কার মাঝে তৃতীয় নারী! দাবানলের মতো ছড়াচ্ছে জল্পনা
নতুন কিছুর ভাবনা
আবার অভিষেকের আরও একটি পোস্ট চোখে পড়ে। যেখানে দেখা যায় তিনি ‘বিশেষ কিছু আনতে চলেছেন’ বলে পোস্ট করেন। তবে তাঁদের মধ্যে দূরত্বটা পুরোটাই জল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেক অনুরাগীরাই। কারণ অনেকের মতে অন্যান্য অভিনেতারা অভিনয়ের পাশাপাশি ব্যবসা করে থাকেন। অভিষেকও হয়ত অভিনয়ের পাশাপাশি কিছু করতে চলেছেন। আর সে কারণেই হয়তো তিনি এমন পোস্ট করেছেন বলে মত অনেকেরই। তবে আসল কি কারণে এমন পোস্ট করেছেন, তা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী শার্লি।
আরও পড়ুন: Sanjukta Chatterjee: পাশে আছেন অভিষেক! বিবাহ বার্ষিকীতে স্মৃতির সাগরে সংযুক্তা
অনুরাগীরা মানতে নারাজ
অভিষেক ও শার্লির (Abhishek- Sharly) অনুরাগীরা মানতে নারাজ, যে তাঁদের মধ্যে কোনও দূরত্বের সৃষ্টি হতে পারে। অনুরাগীরা মনে করছেন অভিষেক ও শার্লি অভিনয়ের পাশাপাশি হয়ত নতুন কিছু কাজ করার উদ্যোগ নিতে চলেছেন। বর্তমানে অভিষেক রয়েছেন ‘ফুলকি’ ধারাবাহিকে আর শার্লি মোদক অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে ‘মধুবনী’ চরিত্রে। অর্থাৎ দুজনেই এখন নিজেদের শুটিংয়ের কাজে ব্যস্ত। তাই অনেকের মতে, তাঁদের সম্পর্কে দূরত্বের খবর নিছকই গুজব। আর সত্যিই এটি গুঞ্জন। আসলে শার্লি এবং অভিষেকের একটি মিউজিক ভিডিও আসছে। যে ভিডিওর কথা বৃহস্পতিবার সকালে অভিনেত্রী নিজেই পোস্ট করে জানিয়েছেন। সাথে লিখেছেন “তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই।” আপকামিং এই ভিডিওর প্রচার পর্ব হিসেবে অভিনেতা ওই পোস্টগুলি করেন।