ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের দিন ট্রাইব টিভিতে শার্লি (Sharly Modak) এবং অভিষেককে (Abhishek Basu) বলতে শোনা গিয়েছিল যে, তাঁরা হানিমুনে যাবেন (Abhishek-Sharly)। তবে পাহাড় নাকি সমুদ্র সেটা এখনও বলতে পারছেন না। দুজনেরই পাহাড় খুব বেশি পছন্দ। অপশনে বেশ কয়েকটা জায়গা বেছে রেখেছেন । পহেলগাঁওয়ের ঘৃণ্য ঘটনার জন্য আপাতত কাশ্মীর বাদ ছিল। তবে শার্লি -অভিষেক কোথায় হানিমুন গেলেন? কোথা থেকে পোস্ট করলেন রিল ভিডিও?
সাদামাটা ভাবেই সারেন বিয়ে (Abhishek-Sharly)
২৯ এপ্রিল অভিষেক বসু ও শার্লি মোদক বিয়ে করেন (Abhishek-Sharly)। খুব জাঁকজমকপূর্ণ ভাবে নয়। সাদামাটা ভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়েতে উপস্থিত ছিল দুই বাড়ির সদস্য ছাড়াও ‘ফুলকি ‘ ধারাবাহিক টিমের সদস্যরা। দক্ষিণ কলকাতার এক হোটেলে বসেছিল বিয়ের আসর। বিয়ের মেনুতে ছিল লাচ্ছা পরোটা, পাঁঠার মাংস, পনির, চিনা খাবার, মাছ ছাড়াও বেকড রসগোল্লা, আইসক্রিম।
বন্ধুত্ব থেকে প্রেম (Abhishek-Sharly)
অভিষেক বসু ও শার্লি মোদক দুজনেই দুজনের খুব ভালো বন্ধু (Abhishek-Sharly)। তাঁদের প্রেম শুরু হয় ফুলকির সেটে। তবে বিয়ের আগে ঘুণাক্ষরেও কেউ তাঁদের সম্পর্কের কথা জানতে পারেনি। তাঁদের সম্পর্কের প্রশ্ন ওঠলেও বারংবার তাঁরা অস্বীকার করে গেছেন। যদিও পরে স্বীকার করেন।
রিল – রিয়েলের তফাৎ
অভিষেক শার্লির বিয়ে বুঝিয়ে দিয়েছে, রিল আর রিয়েল লাইফের তফাৎ । পর্দায় তাঁরা একে অপরের বিপক্ষে অভিনয় করেন। নায়কের চরিত্রে রোহিত ওরফে অভিষেক (Abhishek Basu)। আর খল নায়িকার চরিত্রে শালিনী ওরফে শার্লি (Sharly Modak)। তবে পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় দর্শকদের কাছে খুবই প্রিয়। যদিও বাস্তবে একে অপরের তাঁরা খুব ভালো বন্ধু বলতেন। আর সেই বন্ধুত্ব থেকেই আজ তাঁরা স্বামী-স্ত্রী।
আরও পড়ুন: Maya Satya Bhram: মায়া আর সত্যের মাঝে দিশাহারা প্রিয়াঙ্কা, কোন সমস্যায় পড়লেন অভিনেত্রী?
বিয়ের সাজ
ফুলকি ধারাবাহিকে এই দুই অভিনেতা-অভিনেত্রীর চার হাত এক হয় ২৯ এপ্রিল। জানা গিয়েছে , সকালে দুজনে একই সাথে বৃদ্ধি ও দধিমঙ্গল সারেন। অভিষেকের পরনে ছিল ময়ূরকণ্ঠী বেগুনি পাঞ্জাবি- ধুতি। শার্লির পরনে ছিল গোলাপি শিপন জর্জেটের শাড়ি। পুরো শাড়ি জুড়ে সিকুইনের কাজ। এই সাজে অপূর্ব লাগছিল দুজনকেই। বিয়েতে শার্লি পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা আর গ্রে রঙের ওড়না। অভিষেক পরেছিলেন হোয়াইট রঙের শেরওয়ানি।
ভাঙা হৃদয়ের মিলন
অনেকেই মনে করেন দুটি ভাঙা হৃদয়ের মিলন হয়েছে। অভিষেকের আগে সম্পর্ক ছিল দিয়া মুখোপাধ্যায়, পরে সুরভীর সাথে। অপরদিকে দীর্ঘ সাত বছরের প্রেমে ইতি টানেন শার্লি। অর্থাৎ দুজনেই ভাঙা হৃদয় নিয়ে পরস্পরের কাছে আসে। যাইহোক দুজনে দুজনের যে খুব ভালো বন্ধু থেকে প্রেম, পরে স্বামী-স্ত্রীর সম্পর্কে বাঁধা পড়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।
হানিমুনে কোথায় গেলেন?
বিয়ের পরেই তাঁরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রিল ভিডিও। তবে সেটা কোথাকার ভিডিও বা কোথায় হানিমুনে গিয়েছেন তা স্পষ্ট করে কিছুই বলেননি। শার্লি মোদককে বলতে শোনা গিয়েছে, অনেকগুলো জায়গা ঘুরেছেন। পাঁচ দিনের পরিকল্পনা ছিল তাঁদের। দেরাদুন ,আউলি – এই জায়গাগুলো ঘুরেছে এবং প্রচুর মজা করেছেন। এখন অভিষেক শুটিংয়ে ফিরলেও শার্লি এখনও ফেরেননি। কিছুদিন ছুটিতে আছেন।