ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় নয় বছর পর, পাকিস্তানি (Abir Gulaal) অভিনেতা ফাওয়াদ খান (Pakistani actor Fawad Khan) বলিউডে (Bollywood ) প্রত্যাবর্তন করতে চলেছিলেন। ‘আবির গুলাল’ (Abir Gulaal) ছবির মাধ্যমে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির এক ঝলক। মে মাসে ছবি মুক্তির কথা ছিল। কিন্তু স্বপ্ন ভঙ্গ হল ফাওয়াদের। আটকে গেল ছবি মুক্তি। পহেলগাঁও কাণ্ডে শোকজ্ঞাপন করেও চিড়ে ভিজল না।
আবির গুলাল ছবি বয়কটের ডাক (Abir Gulaal)
আবির গুলাল ছবিতে পাক অভিনেতার সাথে জুটি বেঁধেছেন ভারতের (Abir Gulaal) বাণী কাপুর। ভারতের বিনোদন দুনিয়ার কাজে বহু পাক শিল্পীর উপস্থিতি রয়েছে। কিন্তু সম্প্রতি কাশ্মীরে যে জঘন্য ঘটনা ঘটল, এই জঙ্গি হামলা ভারত কোনও দিনও ভুলবে না। গোটা দেশের মানুষ এখন রাগে ফুঁসছে। যারা নিহত হয়েছেন, তারা প্রত্যেকেই সাধারণ মানুষ ছিলেন। আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন কাশ্মীরে। কিন্তু মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। কে জানত তাদের জন্য সেখানে মৃত্যু অপেক্ষা করছে? এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় আবির গুলাল ছবি বয়কটের ডাক ওঠে।
ভারতে নিষিদ্ধ পাক শিল্পী ! (Abir Gulaal)
শোনা যায়, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই (Abir Gulaal) ছবির মুক্তি আটকাতে তৎপর। যদিও বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতীয় বিনোদন দুনিয়ায় পাক শিল্পীরা প্রায় নিষিদ্ধ বলা যেতে পারে। এর আগে পুলওয়ামা কাণ্ডের পর পাক তারকাদের ভারতে প্রবেশ নিষিদ্ধ হয়। বিষয়টা পৌঁছায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের রায়ে, পাক শিল্পীরা আবার ভারতের সিনে জগতে ফিরে আসলেও, সেভাবে দাপটের সাথে কাজ করতে দেখা যায়নি।
ফাওয়াদের স্বপ্ন ভঙ্গ
প্রায় ৯ বছর পর ভারতীয় বিনোদন দুনিয়ায় প্রত্যাবর্তন করার কথা ছিল পাকিস্তানি স্টার ফাওয়াদ খানের। আপাতত তার সেই স্বপ্ন পূরণ হল না। ভারতীয় সিনে সংগঠনের হুঁশিয়ারির পাশাপাশি নেটপাড়া জুড়ে ফাওয়াদ খানকে বয়কটের বার্তা। পাশাপাশি অভিনেত্রী বাণী কাপুরকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। আবারও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ
যখন সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কটের ডাক, তখন ফাওয়াদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পহেলগাঁওতে এমন জঘন্য হামলার ঘটনা শুনে আমি দুঃখিত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হল যাদের , তাদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।” কিন্তু তাতেও চিড়ে ভেজেনি।
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিকে আসতে দেখেই কলমা পড়ে প্রাণ রক্ষা অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের
নিষেধাজ্ঞা জারি
ভারতের বক্স অফিসে মুক্তি পাচ্ছে না পাক অভিনেতার বলিউড ছবি আবির গুলাল। প্রসঙ্গত, এর আগে পাক অভিনেতাকে দেখা গিয়েছে খুবসুরত, অ্যায় দিল হ্যায় মুশকিল, কাপুর অ্যান্ড সনসের মতো বহু বলিউড ছবিতে। শোনা যাচ্ছে, আবির গুলাল ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক।