ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খানের (Shah Rukh Khan) ছোট ছেলে আব্রাম খান (AbRam Khan)। অল্প বয়সেই যে এত গুণী , তার প্রমাণ অনেক আগেই পাওয়া গিয়েছে। স্কুল মঞ্চে অভিনয়ে বারংবার মুগ্ধ করেছে ভক্তদের। দর্শকদের নজর কেড়েছিল, তার কন্ঠের কাজ ‘ মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিটি । বেশ প্রশংসিত হয়েছিল আব্রামের গলার স্বর। এবার গিটার (guitar) হাতে গান ধরল। সেই গান শুনে নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন?
ভাইরাল ভিডিও (AbRam Khan)
সম্প্রতি আবার নতুন করে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান (AbRam Khan) সবার মন জয় করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আব্রাম গিটার হাতে বসে গাইছে “ডাই উইথ আ স্মাইল”। এ থেকে স্পষ্ট , আব্রামের গানের গলা যেমন আছে, তেমন গিটার বাজানোর সুন্দর হাতও রয়েছে।
তাছাড়া তারকা সন্তান বলে কথা। তারকাদের মতো তাদেরও আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে বলিউড বাদশা শাহরুখ খানের সন্তানরাও ব্যতিক্রম নয়। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খান যথেষ্ট জনপ্রিয়। ছোট ছেলে আব্রাম খানও তাদের থেকে কম কিছু যায় না। তার শখ আচরণ থেকে শুরু করে প্রতিভা প্রায় সময় সংবাদ মাধ্যমে উঠে আসে। এবার ১১ বছরের আব্রাম তার অসাধারণ প্রতিভা এবং আত্মবিশ্বাসে মাধ্যমে সবার মন জয় করে নিল।
আরও পড়ুন: Ananya-Sukanta: বিয়ে করলে কাজ কম পাবেন অনন্যা! সত্যি কি তাই?
অনুরাগীদের ভালোবাসা (AbRam Khan)
মঞ্চে শুধু আব্রাম (AbRam Khan) একা নয়, তার সাথে আরও বেশ কয়েকজন ছিল। আব্রামের পরনে ছিল কালো টিশার্ট, আর কালো শর্টস। সব মিলিয়ে পুরো উপস্থাপনা আলাদা ভাবে নজর কেড়েছে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছে দর্শক। এক অনুরাগী বললেন , ” অসাধারণ, অল্প বয়সে এত প্রতিভা!” আবার আরেকজন লিখেছেন, ” এই পরিবারের সবাই এত প্রতিভাবান কেন?”
আব্রামের পারফরমেন্সে মুগ্ধ সবাই
গিটার বাজিয়ে শাহরুখ পুত্র কিন্তু হিন্দি গান করেনি। গেয়েছে অন্য ভাষার গান। এর আগেও শাহরুখ পুত্র বহুবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার পারফরমেন্সে সবাইকে মুগ্ধ করেছে। সাম্প্রতিক ঘটনা তার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। বিশেষ করে ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যার সঙ্গে তার পারফরমেন্স ছিল দেখার মতো।
আরও পড়ুন: Koushani Mukherjee: বহুরূপীর পর ছোট পর্দা মাতাতে আসছেন কৌশানি! সঙ্গে থাকবেন ‘মহাগুরু’
অল্প বয়সে কাজের জগতে প্রবেশ
২০১৩ সালে শাহরুখ ও গৌরী খানের ঘর আলো করে আসে আব্রাম। তাকে বহুবার শাহরুখের সঙ্গে ক্যামেরার সামনে দেখা গিয়েছে। শাহরুখ যখন তাঁর জন্মদিন উপলক্ষে মন্নতের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান, সে ক্ষেত্রেও কখনও কখনও তাঁর সাথে আব্রামকে দেখা গিয়েছে। খুব অল্প বয়সেই আব্রাম কাজের জগতে প্রবেশ করেছে। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্কারে মুফাসার ছোটবেলার চরিত্রে কন্ঠ দিয়েছে আব্রাম। অপরদিকে সিম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। আর মুফাসা চরিত্রে কন্ঠ দিয়েছেন শাহরুখ খান নিজেই।