ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর ঘেমে নেয়ে অফিস থেকে কষ্ট করে ফিরতে হবে না বাড়ি। আবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবচ্ছেন, লোকাল ট্রেনে আবার কিভাবে সুখকর যাত্রা হতে পারে। আজ্ঞে না হতে পারে। বাড়ি ফেরার সময়ে হন্তদন্ত হয়ে ট্রেন ধরলেও এবার মিলবে ঠান্ডা হাওয়ার পরশ। প্রবল গরমে ট্রেনযাত্রা যাতে একটু সুখকর হয়, তা নিশ্চিত করতেই বাংলায় এসি ট্রেন(AC local) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দেশের মধ্যে প্রথম মুম্বইয়ে চালু হয়েছিল এসি লোকাল। পরে চেন্নাইয়ে। এ বার পশ্চিমবঙ্গে। পূর্ব ভারতের মধ্যে এ রাজ্যেই প্রথম এই ট্রেন চালু হতে চলেছে। বাইরে থেকে দেখতে একেবারে মেট্রোর মতো। ভিতরটাও মেট্রোর আদলেই তৈরি। শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট লাইনে ছুটবে এসি লোকাল।
কেমন হবে এই ট্রেন?(AC local)
রেল জানিয়েছে, এসি ট্রেনের(AC local) সব কামরাই পূর্ণ বাতানুকূল থাকবে। ১২ কামরার ওই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকবে। থাকবে প্রতিটি কামরায় দু’পাশেই স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। ওই ট্রেনে আসনের সংখ্যা ১১২৮টি। থাকবে সিসি ক্যামেরা এবং জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে ওই ট্রেনে। ট্রেনের গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

কখন ছাড়বে?(AC local)
রেল সূত্রে খবর, সকাল ৮টায় ডাউন লোকাল হয়ে আসবে শিয়ালদহ পর্যন্ত। যাত্রাপথে দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগরে। আবার সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে আপ লোকাল হয়ে ফিরে যাবে একই পথে।
আরও পড়ুন: Weather Update: বৃষ্টি চলবে এখনও, উত্তরে ভারী বৃষ্টির আশঙ্কা!
কত ভাড়া?(AC local)
রেল সূত্রে খবর, দমদম পর্যন্ত এই ট্রেনের(AC local) ভাড়া থাকছে ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে ১২০ টাকা। ঠিক একইভাবে মান্থলি টিকিটের ক্ষেত্রে দমদম পর্যন্ত যেতে হলে দিতে হবে ৬২০ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ১২৭৫, নৈহাটি পর্যন্ত মান্থলি ১৮১০ টাকা, অন্যদিকে রানাঘাট পর্যন্ত মান্থলি হবে ২৪৩০ টাকা।

আরও পড়ুন: Housewife Mysterious Death: গৃহবধূর রহস্য মৃত্যু, অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে।
কবে হবে উদ্বোধন?
হাতে আর দুটো দিন। কোনও বড়সড় রদবদল না বলে ১০ তারিখ উদ্বোধন হবে বাংলার প্রথম এসি লোকাল। ১১ তারিখ থেকে যা চলবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত। যা নিয়ে যাত্রীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। উদ্বোধন হতে পারে বাংলারই দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে। এরইমধ্যে এবার বড় আপডেট নিয়ে চলে এল রেল।