ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদ (Hyderabad Fraud Case) শহরে হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ‘ব্রেন ডেড’ হওয়া প্রেমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মৃত্যুশয্যায় থাকা প্রেমিককে হাসপাতালে দেখতে গিয়ে তাঁর মোবাইল চুরি করে ৩২ লক্ষ টাকা নিজের বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ করে নিলেন তরুণী! জখম যুবকের মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করল পুলিশ।
নিজের বাবার অ্যাকাউন্টে স্থানান্তর (Hyderabad Fraud Case)
২০২৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া ফেরত ২৫ বছর বয়সী যুবক পোন্নাবোয়াইনা মল্লিকার্জুন যাদব পার্টি থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন (Hyderabad Fraud Case)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার ব্রেন ডেড হয়ে গেছে অর্থাৎ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায়, প্রেমিকা ও ব্যবসায়িক অংশীদার মেধা রেড্ডি তাকে দেখতে হাসপাতালে আসেন। কিন্তু পরে দেখা যায়, শুধু দেখতে নয়, তিনি প্রেমিকের মোবাইলটি চুরি করে নিয়ে যান এবং মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩২ লক্ষ টাকা নিজের বাবার অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
ছেলের প্রেমিকার বিরুদ্ধে থানায় অভিযোগ (Hyderabad Fraud Case)
মল্লিকার্জুনের মা এলজি মুকেশ্বরী যাদবের অভিযোগ, দুর্ঘটনার পর তাঁর ছেলের মোবাইলটি পাওয়া যাচ্ছিল না। ছেলের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন (Hyderabad Fraud Case)। অর্থের জোগাড় করতে গিয়ে তাঁর নজরে আসে যে ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩২ লক্ষ টাকা পাঠানো হয়েছে ছেলের বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং সেটাও আবার ছেলে দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হওয়ার পরে। তিনি ছেলের প্রেমিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যান। কিন্তু পুলিশ এফআইআর নেয়নি বলে অভিযোগ। যদিও হাল ছাড়েননি ওই মহিলা। মল্লিকার্জুনের মা বলেন, ‘‘আমার ছেলের বয়স মাত্র ২৫ বছর। ওর এত বড় দুঃসময়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুই কী ভাবে এটা করতে পারল ভাবতে পারছি না! আর সেটা তার বাবাও মেনে নিলেন? পুলিশের কাছে আমার আবেদন, আপনারা অপরাধীদের শাস্তি দিন।’’
পুলিশের অসহযোগিতার কথা জানান
পুলিশ কমিশনারকে চিঠি দেন মল্লিকার্জুনের মা। ছেলের ফোন হারানো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো-সহ পুলিশের অসহযোগিতার কথা জানান পুলিশ কমিশনারকে। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ। এফআইআর দায়ের করেছে মল্লিকার্জুনের প্রেমিকা এবং তার বাবার বিরুদ্ধে। চুরি, প্রতারণা-সহ একাধিক অপরাধের অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।