Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মদের সঙ্গে স্পিরিট মিশিয়ে তৈরি হত ভেজাল মদ। যা খেলে নেশা উঠত চরমে। তাই ঠেকে ভিড় জমাতে আর ক্রেতাদের নেশা চরমে তুলতে মদের সঙ্গে স্পিরিট মিশিয়ে দিতেন ব্যবসায়ী। এই অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার তাপস মিস্ত্রি নামের ওই ব্যবসায়ী।
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দেবীর মোড়ের ঘটনা। বেশ কিছুদিন ধরে বসিরহাট জেলা পুলিশের কাছে খবর আসছিল কিছু অসাধু ব্যবসায়ী জাল মদের কারবার চালাচ্ছে। তারপর নড়েচড়ে বসে হাসনাবাদ থানার পুলিশ প্রশাসন। গতকাল রাত্রে হানা দেয় দেবীর মোড়ে একটি হোটেলে। সেখান থেকে উদ্ধার হয় ৭১২ লিটার স্পিরিট সহ আটক করে তাপস মিস্ত্রি নামে এক ব্যবসায়ীকে।
আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনী, মৃত যুবক
তাকে জেরা করে পুলিশ জানতে পারে বৈধভাবে বাংলা মত কিনে তার সঙ্গে স্পিরিট মিশিয়ে সেই নেশাকে আরও তীব্র করার পদ্ধতি গ্রহণ করত এই অসাধু ব্যবসায়ীরা। সেই মদ অল্প পয়সায় খোলা বাজারে বিক্রি করতো। মদ্যপায়ীরা অল্প পয়সায় সেই মদ খেয়ে একদিকে যেমন বেশি নেশা হতো অন্যদিকে আস্তে আস্তে শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধত। জানা গেছে, সবমিলিয়ে এই ধরনের মদ পান করা শারীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।
অভিযুক্তকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারকের কাছে হাসনাবাদ থানার পুলিশ তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর এই ব্যবসায়ীর সঙ্গে আর কারা জড়িত আছে তাদের চিহ্নিত করবে এবং এই মদ আর কোথায় কোথায় বিক্রি হয় তার হদিস মিলবে।