ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’ (Metro In Dino) ছবি। মুখ্য চরিত্রে সারা আলি খান (Sara Ali Khan) ও আদিত্য রায় কাপুরকে (Aditya Roy Kapoor) দেখা গিয়েছে। এবার আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapoor) নতুন প্রেমিকার সন্ধান খুঁজে পেল অনুরাগীরা। সমাজ মাধ্যমের পাতায় আদিত্য রায় কাপুর কিছু ছবি পোস্ট করেন। যদিও সেখানে কাউকে স্পষ্ট দেখা যায়নি। তাতেও অনুরাগীরা ঠিক সন্ধান করে বের করে ফেলেছেন সেটি কার ছবি। অভিনেতার নতুন প্রেমিকা কে? সত্যিই কি তাহলে আদিত্য নতুন সঙ্গী খুঁজে পেলেন?
অনন্যার সাথে সম্পর্ক (Aditya Roy Kapoor)
এক সময় অনন্যা পান্ডের (Ananya Panday) সাথে আদিত্য রায় কপুরের (Aditya Roy Kapoor) সম্পর্ক ছিল মাখো মাখো। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। বিচ্ছেদ হয় দুজনের। তবে তাঁদের সম্পর্কে আদিত্যর দিক থেকেই প্রথম সরে যাওয়ার কথা জানিয়েছিলেন অনন্যা পান্ডে (Ananya Panday)। বিচ্ছেদের পর অনন্যা পান্ডে ভেঙে পড়েছিলেন। তবে বেশিদিন কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকে না।
প্রকাশ্যে নতুন প্রেমিকা! (Aditya Roy Kapoor)
এবার আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapoor) সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখতে পায় অনুরাগীরা। তাতে দেখা গিয়েছে, একটি হাতের ছবি ও তাতে নখে নেলপলিশ পরা রয়েছে এবং আরও একটি ছবিতে দেখা যায় তিন জোড়া পায়ের ছবি। যাঁরা ফুটবল খেলাতে ব্যস্ত।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: বাংলা ভাষাকে অসম্মান! “বাধ্য হয়েই….” , ক্ষমা চাইলেন প্রসেনজিৎ
অনুরাগীদের সন্ধানী মন
অভিনেতার প্রেমিকের নাম কী করে বুঝল অনুরাগীরা? আসলে অনুরাগীদের পক্ষে এটি সম্ভব। কেউ কোনও আইকনকে যখন তার প্রিয় মানুষের জায়গায় বসায়, তখন তাঁর সম্পর্কে খুঁটিনাটি সবকিছুই জানার আগ্রহ থেকে যায়। আর এক্ষেত্রেও আদিত্যের নতুন প্রেমিককে খুঁজে বার করলেন অনুরাগীরাই। কে সেই প্রেমিকা? জানা গিয়েছে গোয়ার মডেল জর্জিনা ডির্সিলভার আদিত্য নতুন প্রেমিকা। অনুরাগীদের মনে হয়েছে, ছবিতে যে হাত ও পায়ের ছবি দেখা গিয়েছে তাতে জর্জিনা ছাড়া আর কেউ না।
আরও পড়ুন: Abhishek-Sharly: নেই বনিবনা, সম্পর্কে ভাঙন! কী জানালেন শার্লি?
সম্পর্কে আছেন!
এক সাংবাদিক বৈঠকে আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapur) থেকে জানা গিয়েছিল, তিনি সম্পর্কে রয়েছেন। আর সেটা হল ‘মেট্রো দিন ইনো ‘(Metro In Dino) -তে। তবে অনেকেই আদিত্যের করা পোস্ট থেকে ভেবে নিয়েছিলেন, সে ছবিগুলি সারা আলি খানের (Sara Ali Khan)। কেন না তাঁরা একই সাথে কাজ করছেন। আর এটিও হয়ত আদিত্যর পক্ষ থেকে ছবির প্রচার হবে। তবে সে ধারণাকে আদিত্যের অনুরাগীরাই নস্যাৎ করে দিয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন, এখনই সঠিক ভাবে কিছু বলা ঠিক হবে না। যেহেতু আদিত্য রায় কাপুরের কাছ থেকে এ বিষয়ে কিছুই প্রকাশ্যে আনা হয়নি।