ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাষ্ট্রপতি শাসনেও অশান্ত মণিপুর। গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় মনিপুরে। কিন্তু তারপরেও অশান্তি থামার নাম নেই। ইম্ফল, চুরাচান্দপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’বা আফস্পার(AFSPA) (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধি করা হল। কেবল মণিপুর নয়, উত্তর-পূর্বের আরও দুই রাজ্য নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও আফস্পা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি(AFSPA)
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচটি জেলার ১৩ টি থানা এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই আফস্পার(AFSPA) মেয়াদ বৃদ্ধি হচ্ছে। এর মধ্যে কোনও কোনও জায়গায় নতুন করেও ওই আইন বলবৎ হচ্ছে। উল্লেখ্য, গত বছরের শেষেও মণিপুরে ছ’মাসের জন্য বর্ধিত হয়েছিল আফস্পা-র মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম-সহ ১৯টি থানা এলাকা বাদ দিয়ে বাকি রাজ্যে এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এ বার ১৩টি থানা বাদ দিয়ে গোটা রাজ্যে বলবৎ হল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন। পরবর্তী ছ’মাসের জন্য সমগ্র মণিপুর রাজ্যকেই ‘অশান্ত অঞ্চল’ বলে অভিহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে নতুন নির্দেশ কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে নিরাপত্তা বজায় রাখতে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ।
আফস্পা জারি অরুণাচল-নাগাল্যান্ডেও(AFSPA)
মণিপুরের পাশাপাশি অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা এবং তিনটি থানা এলাকাতেও ছ’মাসের জন্য বর্ধিত হয়েছে আফস্পার(AFSPA) মেয়াদ। এ ছাড়াও, নাগাল্যান্ডের আটটি জেলা এবং আরও পাঁচ জেলার ২১টি থানা এলাকাকেও আফস্পার আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: Noida Couple Arrest: পর্ন ভিডিয়ো শুটিং-এর জের, গ্রেফতার দম্পতি!
মনিপুরে জারি রাষ্ট্রপতি শাসন
উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। স্থগিত রাখা হয়েছে বিধানসভাও। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর থেকেই সে রাজ্যে ব্যাপক রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে গোষ্ঠীদ্বন্দ্বও।
আরও পড়ুন: PM Modi: এক যুগ পর সঙ্ঘের সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী, RSS নিয়ে কী কী বললেন?
রাষ্ট্রপতি শাসনেও অশান্ত মণিপুর!
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে ২৫০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজারেরও বেশি মানুষ। সেই আবহেই অশান্তি-কবলিত এই রাজ্যে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয়। মণিপুরের দায়িত্ব এখন সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা। তারপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতিতে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। সে রাজ্যের নিরাপত্তা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লাও। ৮ মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তাঘাটে নির্বিরোধে যান চলাচল সুনিশ্চিত করতে হবে বলে বার্তা দেন শাহ। কিন্তু তারপরেও বারবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। এহেন পরিস্থিতিতে উত্তর-পূর্বের তিন রাজ্যের বেশ কয়েকটি নতুন এলাকা আফস্পার আওতায় নিয়ে এল কেন্দ্র।