Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীপিকা পাড়ুকোনের পরে এবার পঙ্কজ ত্রিপাঠি কর্মক্ষেত্রে সীমা নির্ধারণের গুরুত্ব (Pankaj Tripathi on Reasonable Work Hours) সম্পর্কে মুখ খুললেন এবং প্রকাশ করলেন যে তিনি ‘না’ বলার অভ্যাস করছেন।
দীপিকার ‘স্পিরিট’ ছাড়ার খবরে শুরু বিতর্ক (Pankaj Tripathi on Reasonable Work Hours)
কয়েক সপ্তাহ আগে খবর বেরিয়েছিল, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি স্পিরিট থেকে বেরিয়ে এসেছেন (Pankaj Tripathi on Reasonable Work Hours)। কারণ হিসেবে শোনা গিয়েছিল, সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া দীপিকা দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে চান না, এমন একটি শর্ত দিয়েছিলেন, যা নাকি পরিচালকের কাছে গ্রহণযোগ্য ছিল না।
এই ঘটনার প্রেক্ষিতে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, কাজের সময়ে সীমা নির্ধারণ করা দরকার এবং সময়ের বাইরে গেলে নম্রভাবে ‘না’ বলা শেখাও জরুরি। শুধু অভিনয়ে নয়, জীবনের সব ক্ষেত্রেই এমন সীমা টানা প্রয়োজন।
‘না’ বলা শিখছি: পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi on Reasonable Work Hours)
The Hollywood Reporter India-কে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “আমি নিজে ‘না’ বলতে পারি না। এখন আমি সেটাই অনুশীলন করছি (Pankaj Tripathi on Reasonable Work Hours)। সবাইকে জানতে হবে কোথায় সীমা টানতে হবে। কোথায় গিয়ে বলতে হবে, ‘এই পর্যন্ত, আর নয়।’” তিনি পুরনো দিনের কথা মনে করে বলেন, “অনেকবার এমন হয়েছে, শুটিংয়ে ১৬–১৮ ঘণ্টা লেগে গেছে। আমি বলছি, অভিনেতা তো চলে গেছে, কিন্তু লেবার (টেকনিশিয়ান) রয়ে গেছে। কাজ থামছেই না।”
আরও পড়ুন: Begni Ronger Alo: এবার মা হচ্ছেন সোহিনী! বললেন মানসী সিনহা
এরপর তিনি বলেন, “এমন সময়ে ভালভাবে, নম্রভাবে বলাটাই বোধহয় ঠিক। বলা উচিত, ‘না, এতটাই হবে। আমরা এই পর্যন্ত কমিট করেছিলাম, সেই কাজ শেষ। ধন্যবাদ। বাকি যেটুকু আছে, কাল করব।’” পঙ্কজের মতে, কাজের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সময় বেঁধে দেওয়া উচিত, না হলে সেটাই একসময় চাপের কারণ হয়ে দাঁড়ায়।
দীপিকার পাশে দাঁড়ালেন পরিচালক মণি রত্নম
এই বিতর্কের মাঝেই দীপিকার সমর্থনে মুখ খুলেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম। তিনি বলেন, “আমি মনে করি, এটা একেবারেই ন্যায্য দাবি। আমি খুশি, দীপিকা আজ এমন অবস্থানে আছেন যে তিনি এই দাবি করতে পারেন। একজন পরিচালক হিসেবে, যখন আপনি কাউকে কাস্ট করছেন, তখন এটা মাথায় রাখতেই হবে।”
আরও পড়ুন: Projapoti 2: ইধিকা নন, এবার দেবের বিপরীতে নতুন নায়িকা! ফাঁস বড় সিক্রেট
তিনি আরও বলেন, “এটা অযৌক্তিক কোনও চাহিদা নয়, বরং একান্ত প্রয়োজনীয়। এটাকে প্রাধান্য দেওয়া উচিত, স্বীকার করা উচিত, বুঝে নিয়ে তারপর সেই অনুযায়ী কাজ করা উচিত।”
সীমা টানা প্রয়োজন সব কাজেই
এই প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, শুধু অভিনয় নয়, জীবনের সব ক্ষেত্রেই নিজের জন্য একটা সীমা তৈরি করে নেওয়া উচিত। নাহলে পরিশ্রমের ভার বাড়তে থাকে, কাজের আনন্দ কমে যায়। দীপিকার মত এমন অবস্থান নেওয়া প্রয়োজন, যাতে শিল্পী কিংবা কর্মী তার নিজের ভাল ও স্বাস্থ্যের কথা ভাবতে পারে।