ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। এবার নেমে পড়লেন কর্মবিরতিতে। মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। শুরুতেই প্রভাব না পড়লেও দু-একদিনের মধ্যেই বাজারে ধর্মঘটের প্রভাব পড়বে। খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধির (Potato price hike) আশঙ্কা!
ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটায় লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে সকাল থেকেই খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ। তবে আজকেই তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবনা কম। কর্মবিরতি চলতে থাকলে বুধবার ও বৃহস্পতিবার থেকেই খোলা বাজারে আলুর আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরী হয়েছে। বাড়তে পারে আলুর দামও (Potato price hike) ।
আরও পড়ুন: ED raid: NRI কোটা দুর্নীতিতে তদন্তে ইডি, একযোগে রাজ্যের ৮ জায়গায় তল্লাশি
আরও পড়ুন: Awas Yojana Scam: আছে পাকা বাড়ি, তবু নাম আবাসে! তিরে শাসক দলের নেতারা, প্রতিবাদ করায় বাড়ি ঘেরাও!
দফায় দফায় রাজ্য সরকার এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরেও ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটায় সোমবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে মঙ্গলবার নতুন করে কোনও হিমঘর থেকেই আলু নামানো হয়নি। এর ফলে সকাল থেকে খুচরো বাজারে আলু যাওয়া বন্ধ হয়ে গেছে। তবে এখনই খুচরো বাজারে তার প্রভাব পড়েনি। এখনও যে আলু মজুত রয়েছে তা দিয়ে হয়তো খুচরো বাজারের কিছুটা চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপরও ধর্মঘট জারি থাকলে সেক্ষেত্রে খুচরো বাজারে আলুর আকাল দেখা যাবে বলে আশঙ্কা খুচরো বাজারের ব্যবসায়ীদের। আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম (Potato price hike) আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Egg Price: আলুর ডিমের আকাশ ছোঁয়া দাম, নাভিশ্বাস উঠল মধ্যবিত্তের, কেন মূল্যবৃদ্ধি?
রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না রফাসূত্র। ভিন্রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে পারে, সরকারের তরফে এমন আশ্বাস না-মেলায় সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মঘট জারি রেখেই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।