ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বাঘের আতঙ্ক (Tigers fear) মৈপীঠের গড়েরচকে। বাঘের আতঙ্ককে সঙ্গী করেই রাত কাটল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের (Maipit) গড়েরচক এলাকার বাসিন্দাদের। গুড়গুড়িয়া ভুবেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকার বাসিন্দাদের দাবি, সোমবার তাঁরা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন লোকালয় সংলগ্ন জঙ্গলে। টাটকা পায়ের ছাপ বলেই সন্দেহ করছেন তাঁরা।
বাঘের আতঙ্ক (Tigers fear) মৈপীঠের গড়েরচকে
গতকাল রাতেই খাঁচাবন্দি হয়েছিল মৈপীঠের রয়্যাল বেঙ্গল টাইগার (Tigers fear)। সেই কথা জানার পরেই স্বস্তি ফিরেছিল গ্রামে। এদিন ওই বাঘকে দূরের গভীর জঙ্গলে ছেড়েও দেওয়া হয়। বাঘ ধরার ঘটনার ২৪ ঘণ্টাও কাটল না। এবার বাঘের আতঙ্ক মৈপীঠেরই (Maipit) গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকা গড়েরচক এলাকায়। নদী পেরিয়ে বাঘ লোকালয়ের পাশের জঙ্গলে চলে এসেছে। সেই কথা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
যদিও এলাকায় বাঘ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্রামবাসীদের উদ্বেগের কারণে ইতিমধ্যে পদক্ষেপ করতে শুরু করেছে বন দফতর। গ্রামে পৌঁছে গিয়েছেন বনকর্মীরা। সংলগ্ন জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গাকে জাল দিয়ে ঘিরে ফেলতে শুরু করেছেন তাঁরা। গ্রামবাসীদের সন্দেহ, আজমলমারির ১ নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে বাঘটি লোকালয় সংলগ্ন জঙ্গলে প্রবেশ করেছে।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: সাগরে জনজোয়ার, পরিস্থিতি নজরে রাখতে সতর্ক মন্ত্রীরা
মৈপীঠ এলাকায় এর আগেও বিভিন্ন সময়ে বাঘের আতঙ্ক (Tigers fear) ছড়াতে দেখা গিয়েছে। সম্প্রতি খবর ছড়ায়, দু’টি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ মৈপীঠের জঙ্গলে প্রবেশ করেছে। তার মধ্যে একটি বাঘকে ইতিমধ্যে ধরে ফেলা হয়েছে। কুলতলির কিশোরীমোহনপুর এলাকায় বাঘ ঢোকার খবর পেয়ে নজরদারি শুরু করে বন দফতর। জঙ্গলের চার দিক জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায়। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় বাঘ। সোমবার সেই পূর্ণবয়স্ক বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা। তবে মৈপীঠের গড়েরচক এলাকায় বাঘের কোনও দর্শন এখনও মেলেনি। এই অবস্থায় আগাম সতর্কতা হিসেবে জঙ্গলের একটি অংশ জাল দিয়ে ঘিরে রাখছেন বনকর্মীরা।