ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠল যৌন হেনস্থা নিয়ে। এ নিয়ে কয়েকদিন যাবৎ বিতর্ক চলছে। রম্য মোহন নামে এক নারী অভিনেতা বিজয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। অভিনেতা প্রথম মুখ না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন। কী বললেন অভিনেতা? কেন উঠছে এমন অভিযোগ?
কী অভিযোগ উঠল? (Vijay Sethupathi)
রম্য মোহন নামে এক নারী বিজয় সেতুপতির বিরুদ্ধে অভিযোগ করেন (Vijay Sethupathi)। রম্য মোহনের কথা অনুযায়ী, সে এক তরুণীকে চেনেন। তরুণীটির এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। তরুণী মানসিক ও শারীরিক দিক থেকে বিপর্যয়ের শিকার । শেষ পর্যন্ত সে পুনর্বাসন কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। অভিনেতা বিজয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন রম্য। তাঁর মতে, অভিনেতা সব ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত। তবে এমন একটি পোস্ট করেও রম্য তা মুছে দেন । তাঁর ধারণা এমন পোস্টে মানসিক দিক দিয়ে ভেঙে পড়া তরুণীটির কোনও ক্ষতি হতে পারে।
কী বললেন অভিনেতা? (Vijay Sethupathi)
অভিনেতা বিজয় (Vijay Sethupathi) অবশ্য গুরুত্ব দেননি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে। অভিনেতার মতে , এমন কোনও ঘটনা বা বিষয়ই ঘটেনি। যিনি এমন মন্তব্য বা অভিযোগ করছেন তিনি কিছু সময়ের জন্য প্রচারের আলোয় এসেছেন। সবার কাছে গুরুত্ব পেয়েছেন। তাঁর এই মজা পাওয়াটা উপভোগ করতে দেওয়ার দরকার। সাথে অভিনেতা এও মনে করেন, তিনি নিজে কেমন তা নিজের কাছেই ভালো জানেন । তাই কেউ কিছু একটা বলে গেল , আর সেটা নিয়ে ভাবতে বসলেন এমনটা তিনি নন।
আরও পড়ুন: Chiranjeet Chakraborty: দেব- শুভশ্রীর সাথে ধূমকেতুতে চিরঞ্জিত, দিলেন প্রশংসার সার্টিফিকেট!
গুরুত্ব না দেওয়া
বিজয়ের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাঁর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের ভীষণ মন খারাপ। তাঁরা কোনও মতেই মেনে নিতে পারছেন না বিজয়ের বিরুদ্ধে এমন অভিযোগকে। তবে অভিনেতা বিজয়ের কথায়, তিনি পরিবার ও বন্ধুদের বুঝিয়েছেন, এমন ভুল কথায় যেন তাঁরা গুরুত্ব না দেয়। কারণ তেমন কিছুই ঘটেনি। হয়ত মহিলাটি গুরুত্ব পাওয়ার জন্যই এমন কাজ করছেন বলে মনে করেছেন অভিনেতা।
আরও পড়ুন: Saiyaara: ‘সইয়ারা’র জয়ে হেরে গেলেন আমির? নতুন ইতিহাস বক্স অফিসে
ব্যবস্থা নেওয়া
গত কয়েক বছর ধরে নানা গুঞ্জন সহ্য করে চলেছেন অভিনেতা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। তবে তিনি আর মেনে নিতে পারছেন না , তাঁর বিরুদ্ধে ওঠা নানা রকম গুঞ্জন বা অভিযোগকে । তাই তিনি সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বলে শোনা গিয়েছে। যদিও তাঁর মতে, এমন নোংরা অভিযোগকে তিনি কোনদিনই গুরুত্ব দেননি। আর দেবেনও না ।