ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চতুর্থ টেস্টে আকাশ দীপের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে (Agarkar Blasted for picking Kamboj), ইনজুরি বদলি হিসেবে অনশুল কম্বোজকে দলে যোগ করা হয়েছে।
আকাশ দীপের অনিশ্চয়তা, অর্শদীপ সিংয়ের চোটে নতুন ডাক অনশুলকে (Agarkar Blasted for picking Kamboj)
ভারতীয় টেস্ট দলের নির্বাচনে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Agarkar Blasted for picking Kamboj)। তিনি সমালোচনা করেছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের, যেখানে পেসার অনশুল কম্বোজকে চতুর্থ টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে হর্ষিত রানার পরিবর্তে। আকাশ দীপ চোটের জন্য খেলা নিয়ে অনিশ্চয়তায় থাকায় কম্বোজকে দলে ডাকা হয়েছে। এর আগে বাঁহাতি পেসার অর্শদীপ সিং আঙুলে চোট পেয়ে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে ছিটকে যান। তবে আকাশ চোপড়া বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে নির্বাচকদের ব্যাখ্যার অভাব রয়েছে। তিনি মনে করিয়ে দেন, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের পর হর্ষিত রানাকে ইংল্যান্ডে থেকে যেতে বলা হয়েছিল, কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হর্ষিতকে না রেখে অনশুল কেন, প্রশ্ন চোপড়ার (Agarkar Blasted for picking Kamboj)
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন (Agarkar Blasted for picking Kamboj), “হর্ষিত রানা নেই। এখন প্রশ্ন উঠছে, কী ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কাকে রাখা হবে আর কাকে ছেড়ে দেওয়া হবে সেটা কীভাবে ঠিক করা হচ্ছে? যদি পারফরম্যান্সের কথা বলেন, ভারত ‘এ’ দলে অনশুলের পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু তখন আপনি ধারাবাহিকতা দেখিয়ে হর্ষিত রানাকে রেখে দিয়েছিলেন।” তিনি আরও বলেন, “যদি সত্যিই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ হত, তবে এখনো হর্ষিতকেই দলে রাখা উচিত ছিল। কিন্তু সে নেই, অনশুল আছে। কোনও স্পষ্টতা নেই। হয়তো টিম ম্যানেজমেন্ট জানে, কিন্তু আমাদের কিছুই বলা হচ্ছে না। যদিও এতে অবাক হওয়ার কিছু নেই। অনশুল কম্বোজ যোগ্য ছিল, এখন সে দলের সঙ্গে আছে।”
আরও পড়ুন: How was Yuvraj included in 2011 squad: বিশ্বাস, লড়াই ও সাফল্যের গল্প! ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংহের অবিস্মরণীয় যাত্রা
রানার সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়
হর্ষিত রানা সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলেছেন, যেখানে তাঁর পারফরম্যান্স ছিল বেশ সাধারণ মানের। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ক্যান্টারবেরিতে বেসরকারি টেস্টে তিনি ২৭ ওভার বল করে ৯৯ রান দিয়ে মাত্র ১টি উইকেট নেন। এই ম্যাচে তাঁর পারফরম্যান্স হতাশাজনক ছিল। ২৩ বছর বয়সী হর্ষিত, যিনি প্রধান কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি এক আগ্রাসী ফাস্ট বোলার, যিনি পিচে গতি এবং বাউন্স তৈরিতে দক্ষ। তিনি পার্থে ট্র্যাভিস হেডকে অফ-কাটারে বোল্ড করে শিরোনামে এসেছিলেন। তবে সময়ের সঙ্গে বোঝা গেছে যে হর্ষিত এখনো রেড-বল ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি নন। তিনি এখনো গড়ে ওঠার পর্যায়ে আছেন।
আরও পড়ুন: PCB In Mess: আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড, না চেয়েও চাকরি থাকল আজহার মাহমুদের
চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে অনশুল কম্বোজের
অন্যদিকে অনশুল কম্বোজের আগামী ২৩ জুলাই বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া চতুর্থ টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং ম্যানেজমেন্টের আস্থা তাঁর ওপর রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।