ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মায়ের সাথে মেয়ে অহনা দত্তর (Ahona Dutta) সম্পর্ক ছিন্ন হয়েছে অনেকদিন আগেই। মেয়ের ঘরে কন্যা সন্তান আসার খবরে কিছুটা চমকে গিয়েছিলেন মা চাঁদনী। আসলে মেয়ের সাথে মায়ের দেখা বা কথা হয় না অনেকদিন ধরেই। মা চাঁদনী গঙ্গোপাধ্যায় (Chandni Ganguly) তাঁর নাতনির খবরে ভীষণ খুশি। তবে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি কী বললেন তাঁর মেয়েকে নিয়ে?
মায়ের আক্ষেপ (Ahona Dutta)
অহনা ও দীপঙ্করের (Ahona -Dipankar) ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। তিনি প্রায় সময় তাঁর মাতৃত্বকালীন সময়ের ছোট ছোট মুহূর্ত গুলি শেয়ার করে নিতেন অনুরাগীদের সঙ্গে। ২৮ জুলাই আসে সুখবর। তবে এই সুখবর অহনার মায়ের কানে পৌঁছালো না। স্বভাবতই পরে এই খবরে অহনার মা খুব খুশি। তিনি এক সাক্ষাৎকারে জানান, সবাই যেন সুস্থ থাকে। সব শিশুই সমান। তবে তাঁর কোল শূন্য হয়ে গিয়েছে। তিনি আক্ষেপ জানিয়েছেন, তাঁর মেয়েকে কেউ কেড়ে নেবে এভাবে, তা তিনি ভাবতে পারেননি। তবে নাতনির খবরে, মেয়ের কথা ভেবে যেন আরও বেশি কান্নায় ভেঙে পড়লেন চাঁদনী গঙ্গোপাধ্যায় (Chandni Ganguly)।
মেয়েকে নিয়ে কী বললেন? (Ahona Dutta)
মেয়ে অহনার (Ahona Dutta) আঠারো বছর বয়সে রুপটান শিল্পী দীপঙ্করের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি মা চাঁদনী গঙ্গোপাধ্যায় (Chandni Ganguly)। মায়ের থেকে আলাদা হয়ে যান অহনা। মা চাঁদনীর কথায়, মেয়ে যেন অনেক টাকা পয়সা রোজগার করে। আর ওই রূপটান শিল্পীকে যেন অনেক বাড়ি গাড়ি করে দেয়। কারণ মা মনে করেন যতদিন অহনার কাছে টাকা থাকবে ততদিন ও ভালো থাকবে।
সব সময় পাশে থাকা
অহনা ও দীপঙ্করের সুখের সংসার। সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় তাঁদের সুখের ছোট ছোট মুহূর্তগুলো সামনে আসে। অহনার মাতৃত্বকালীন সময়ে, নিজের মাকে পাশে পাননি অভিনেত্রী। তবে স্বামী দীপঙ্কর সব সময়ের জন্যই অহনার পাশে ছিলেন। অহনার যত্ন নিয়েছেন, তাঁর ভালোলাগা, খারাপ লাগা সবকিছুর দায়িত্ব নিয়েছেন দীপঙ্কর। আর সে সবের প্রমাণ বারেবারে সামনে এসেছে অহনার বিভিন্ন পোস্টে মধ্য দিয়ে।
আরও পড়ুন: Ayendri Roy: টলিউডে ওজন দিয়ে বিচার, কাজ হারাচ্ছেন নায়িকারা! বোমা ফাটালেন আয়েন্দ্রি
কী বললেন নতুন বাবা?
শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অহনা। বর্ষা মুখর সন্ধ্যায় অহনা ও দীপঙ্করের ঘর আলো করে আসে কন্যা সন্তান। দীপঙ্করের কথায়, তিনি ভীষণ উত্তেজিত। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এমনকি নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। তবে তাঁর মতে, সোনা, মনা বলেই বেশি ডাকবেন তাঁরা। এই মুহূর্তে সন্তানের নাম সামনে আনতে রাজি নয় দু’জনেই।