ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, কলকাতার ঐতিহ্যবাহী রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব (The Kolkata Bridal Walk), ক্যালকাটা রেস কোর্স, হেস্টিংসে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ফ্যাশন ইভেন্ট-“কলকাতা ব্রাইডাল ওয়াক”। এই ইভেন্টটি শাড়ি শিল্পের দুনিয়ায় ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে, এবং ব্রাইডাল ফ্যাশনে শাড়ির অপরিহার্য সৌন্দর্যকে তুলে ধরবে। তার সঙ্গে লঞ্চ করা হল ‘শাড়ি কথা’ ওয়েবসাইট।
কলকাতা ব্রাইডাল ওয়াক (The Kolkata Bridal Walk)
বৃহস্পতিবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি আয়োজিত হল দ্য কলকাতা ব্রাইডাল ওয়াক (The Kolkata Bridal Walk)। আয়োজনে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল (Adi Mohini Mohan Kanjilal)। রয়াল ক্যালকাটা টার্ফ ক্লাবে আয়োজিত হয় এই ব্রাইডাল ওয়াক। একসঙ্গে কনের সাজে হাঁটলেন ১০০ জন মডেল। তাদের সঙ্গে পা মেলালেন চেয়ারপার্সন স্বর্ণালী কাঞ্জিলাল। তাঁর পরনে ছিল গোল্ডেন রঙের শাড়ি। গোল্ডেন গয়নার সাজে, খোলা চুলে বরাবরের মতোই অপূর্ব লাগছিল তাঁকে।
বিশ্ব বাজারে শাড়ি শিল্প (The Kolkata Bridal Walk)
এই উদ্যোগটি (The Kolkata Bridal Walk) শাড়ি শিল্পের জগতে আধুনিক ডিজাইনের পাশাপাশি চিরাচরিত ঐতিহ্যের প্রতি নজর দিচ্ছে। এই ইভেন্টের মাধ্যমে শাড়ির ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াস এবং নতুন ডিজাইন ও কৌশলগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই সমগ্র অনুষ্ঠানটি শাড়ি শিল্পের বিভিন্ন অংশীদারদের একত্রিত করে, শিল্পীদেরকে নতুন সুযোগ, প্রযুক্তি, এবং সৃজনশীলতার দিকে পরিচালিত করবে।

যে রাঁধে সে চুলও বাঁধে
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চেয়ারপার্সন স্বর্ণালী কঞ্জিলাল বলেছেন, “আমার লক্ষ্য শুধু সুন্দর শাড়ি তৈরি করা নয়, বরং শিল্পীদের সহায়তা করা যাতে তারা এই শিল্পে উন্নতি করতে পারে।” স্বর্ণালী কাঞ্জিলাল, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের প্রতিষ্ঠাতা, একজন সফল উদ্যোক্তা যিনি শাড়ি শিল্পে নতুনত্ব আনার মাধ্যমে তার ব্যবসার এক নতুন পথ তৈরি করেছেন। সংসার এবং ব্যবসা একসাথে সামলানো তার পক্ষে সহজ ছিল না, তবে স্বর্ণালীর তার একাগ্রতা এবং পরিবারের সমর্থনে তিনি আজ সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুন: Junaid Khan: বাবার পরিচয় দিতে লজ্জা পান আমিরের ছেলে! তারকা সন্তানের এ কি হাল?
লঞ্চ হল ‘শাড়ি কথা’
শুধু শাড়ি বিক্রি করাই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চেয়ারপার্সন (The Kolkata Bridal Walk) স্বর্ণালী কাঞ্জিলালের উদ্দেশ্য নয়। তিনি শিল্পীদের ক্ষমতায়নের কথা বারবার বলেছেন। শাড়ি কথা ওয়েবসাইটের কাজ হবে সেসব শিল্পীদের যথাযথ সম্মান দেওয়া যাদের বুননের দক্ষতায় একের পর এক শাড়িতে ফুটে উঠেছে সংস্কৃতি। শাড়ি বিক্রি নয়, শাড়ি কথার উদ্দেশ্য ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো। এই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন ওয়ার্কশপ- যা শিল্পীদের দক্ষতাকে আরও উন্নত করতে সাহায্য করবে এবং বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে। শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক স্তরে শিল্পীদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে এই ওয়েবসাইট।

অনুষ্ঠানের অতিথি
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রেমেন্দু বিকাশ চাকী, আশীষ কাঞ্জিলাল, অর্জুন কাঞ্জিলাল, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দুলাল লাহিড়ী, অন্য ভাবনার কর্ণধার, এআইএইচবিএ কলকাতার কর্ণধার এবং যার জন্য এই অনুষ্ঠান স্বর্ণালী কাঞ্জিলাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত সাংবাদিক তথা কণ্ঠশিল্পী কৌশিক ভট্টাচার্য।
হাতে হাতে ধরি ধরি
কলকাতা ব্রাইডাল ওয়াক একটি দলবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আয়োজিত হয়েছে। ইভেন্টটি পরিচালনা করেছে ‘অন্য ভাবনা’, যারা শাড়ি শিল্প এবং ফ্যাশন ইভেন্টের পরিসরে দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ভেন্যু পার্টনার হিসেবে রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব এবং মেকআপ পার্টনার হিসেবে এআইএইচবিএ কলকাতা এই ইভেন্টের অংশীদার হিসেবে কাজ করেছে।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং দক্ষতার প্রতীক। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল প্রতিষ্ঠানটি তার ডিজাইনগুলির মধ্যে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর সমন্বয় সৃষ্টি করেছে। স্বর্ণালী কাঞ্জিলালের নেতৃত্বে, ব্র্যান্ডটি এই শাড়ি শিল্পে নতুন ধারণা ও ডিজাইন নিয়ে এসেছে, যাতে পুরোনো ঐতিহ্যকে আধুনিক ব্রাইডাল ফ্যাশনে রূপান্তরিত করা যায়। যেখানে পাশ্চাত্য সংস্কৃতির পোশাককে অনায়াসে টেক্কা দিতে পারে ঐতিহ্যবাহী শাড়ি।