ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বার্সেলোনা এবং স্পেনের কিংবদন্তি জাভি (AIFF rejects Xavi as coach) ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ পদের জন্য আবেদনকারী কোচদের মধ্যে ছিলেন। তবে, তার নাম AIFF বিবেচনা করেনি।
ভারতীয় দলের কোচ বাছাই: জাভির আবেদন খারিজ (AIFF rejects Xavi as coach)
বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন (AIFF rejects Xavi as coach)। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি তাঁর নাম বিবেচনা করেনি। কারণ, তাঁর নিয়োগে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হতে পারে, তা ভারতীয় ফুটবলের পক্ষে বহনযোগ্য নয় বলে মনে করা হয়েছে।
১৭০ জনের মধ্যে থেকে বাছাই, তালিকায় নেই জাভি (AIFF rejects Xavi as coach)
বুধবার এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটি মোট ১৭০ জন আবেদনকারীর মধ্যে থেকে তিনজনের নাম বাছাই করেছে (AIFF rejects Xavi as coach)। এই তিনজন হলেন জামশেদপুর এফসি-র কোচ খালিদ জামিল, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়া জাতীয় দলের প্রাক্তন কোচ স্টেফান টারকোভিচ। এখন তাঁদের নাম পাঠানো হবে এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির কাছে, যারা শেষপর্যন্ত ভারতীয় পুরুষ দলের নতুন কোচ বেছে নেবে।
জাভির নাম ছিল, স্বীকার করল ফেডারেশন
এই প্রসঙ্গে এআইএফএফ-এর জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল টাইমস অফ ইন্ডিয়া-কে বলেন, “হ্যাঁ, জাভির নাম ছিল। ওনার পক্ষ থেকে মেল করে আবেদন পাঠানো হয়েছিল।” টেকনিক্যাল কমিটির এক সদস্য পত্রিকাকে জানান, “জাভি যদি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী হতেন এবং তাঁকে রাজি করানো যেত, তাহলেও অনেক অর্থ লাগত। সেটা আমাদের পক্ষে সম্ভব নয়।”
খরচের জন্য বাদ পড়েছেন আরও তারকারা
জাভি ছাড়াও লিভারপুলের প্রাক্তন ফুটবলার রবি ফাউলার ও হ্যারি কিউয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজার স্টিভ কিনের মতো বেশ কয়েকজন প্রখ্যাত কোচকেও তালিকাভুক্ত করা হয়নি। এদের প্রত্যেকেরই পারিশ্রমিক ছিল ভারতের সাধ্যের বাইরে।
আইএসএল দেখেন জাভি
জাভি আগেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মাঝে মধ্যে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দেখেন। দ্য অ্যাথলেটিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মাঝে মধ্যে ইন্ডিয়ান লিগ দেখি, কারণ অনেক স্প্যানিশ কোচ সেখানে রয়েছেন।”
আরও পড়ুন: Andre Russell Retires: সাবাইনা পার্কে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল
জাভির ঝুলিতে বিশ্বকাপ-সহ অসংখ্য খেতাব
ফুটবলার হিসেবে জাভির ঝুলিতে রয়েছে আটটি লা লিগা খেতাব ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। স্পেনের হয়ে তিনি জিতেছেন দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১০ সালের বিশ্বকাপ। খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনা ক্লাবের কিংবদন্তি এই ফুটবলার বর্তমানে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন ফুটবল ব্যক্তিত্ব।