ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এক যাত্রী (Air India Plane Crash) বেঁচে রয়েছেন। পুলিশ কমিশনার জিএ মালিকের তথ্য অনুযায়ী এই খবর পাওয়া গেছে। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানায়, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে ওড়ার মাত্র পাঁচ মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২৩৮ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী।
দুর্ঘটনার কবলে (Air India Plane Crash)
ঘটনাস্থলটি ছিল বিমানবন্দরের ঠিক পাশের মেঘানিনগর এলাকা, যেখানে বিমানটি লেজের (Air India Plane Crash)অংশসহ হঠাৎ মাটিতে আছড়ে পড়ে ভেঙে যায়। দুর্ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে বিমানটি কিছুক্ষণ ওড়ার পর হঠাৎ বাঁ দিকে বেঁকে নিচে নামতে থাকে এবং চত্বরের মধ্যেই বিধ্বস্ত হয়। যদিও ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করেনি সংবাদ মাধ্যম ট্রাইব টিভি বাংলা ডিজিটাল।
বিমানটিতে থাকা সকল যাত্রীর মৃত্যু! (Air India Plane Crash)
দুর্ঘটনার প্রাথমিক খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে (Air India Plane Crash) উপস্থিত হন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি জানান, প্রথমদিকে মনে হয়েছিল, বিমানটিতে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে। তবে পরে আহমেদাবাদ পুলিশের কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রাণে বেঁচে গিয়েছেন অন্তত একজন যাত্রী। তিনি ১১এ আসনের বিশ্বকুমার রমেশ, যিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচ জন চিকিৎসকের মৃত্যু
আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, শহরের হাসপাতালে অন্তত ১০০টি মৃতদেহ আনা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়া বহুতলটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক ও ছাত্রদের হস্টেল। স্থানীয়রা জানিয়েছেন, ওই হস্টেলে প্রায় ৫০ জন চিকিৎসক থাকেন। দুর্ঘটনায় এই হস্টেলের অন্তত পাঁচ জন চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: Sensex: দেশের ইতিহাসে বড় বিমান দুর্ঘটনা! টাটার স্টকে ধস, রক্তাক্ত শেয়ার বাজার
মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা
পুলিশ কমিশনারের ভাষ্য, “বিমানটি লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।” এই ভয়াবহ দুর্ঘটনা গোটা শহরকে শোকস্তব্ধ করে দিয়েছে। বিমানবন্দর চত্বরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাশাপাশি, আহতদের দ্রুত ও পূর্ণ চিকিৎসার ব্যবস্থা নিতে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ উদঘাটন
আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা দেশের বিমান পরিবহণ ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দুর্ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এমন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।