ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষবিরতির সিদ্ধান্তের পরও সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি থমথমে(Air India Suspend Flights)। সংঘর্ষবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে, এবং সোমবার রাতে জম্মু ও পঞ্জাবের আকাশে সন্দেহজনক ড্রোনের গতিবিধি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ইন্ডিগো (IndiGo) ও এয়ার ইন্ডিয়া (Air India) একাধিক সীমান্তবর্তী রুটে সাময়িকভাবে তাদের উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ (Air India Suspend Flights)
গত শনিবার বিকেল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হয় (Air India Suspend Flights)। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর অঞ্চলে গোলাগুলির অভিযোগ ওঠে। সূত্রের খবর, সংঘর্ষবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি সেনার তরফে গুলি চালানো ও হামলার ঘটনা ঘটে শ্রীনগর উপত্যকায়, যার ফলে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দেয়।
যুদ্ধবিরতি ভঙ্গ (Air India Suspend Flights)
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সোমবার রাতে, যখন জম্মুর সাম্বা এবং পঞ্জাবের জলন্ধর এলাকায় কিছু সন্দেহভাজন ড্রোনের গতিবিধির খবর পাওয়া যায় (Air India Suspend Flights)। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, ওই ড্রোনগুলিকে প্রতিহত করার চেষ্টা চালানো হয়। যদিও রাতের শেষভাগে সেনাবাহিনী জানায়, পরে আর কোনও ড্রোন দেখা যায়নি। তবুও সম্ভাব্য হুমকি এড়াতে জম্মুর কাটরা, বৈষ্ণোদেবী মন্দির চত্বর, পঞ্জাবের অমৃতসর ও জলন্ধরের কিছু অংশে আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। যদিও জলন্ধরের ডেপুটি কমিশনার হিমাংশু অগরওয়াল জানান, ব্ল্যাকআউটের কোনও সরকারি নির্দেশ ছিল না (Air India Suspend Flights)।

আরও পড়ুন: Russia Ukraine War : ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাবে নীরব পুতিন! শতাধিক আত্মঘাতী ড্রোন হামলা
ইন্ডিগো উড়ান বাতিল (Air India Suspend Flights)
এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকালেই বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো ঘোষণা করে, জম্মু, শ্রীনগর, লেহ্, অমৃতসর, চণ্ডীগড় ও রাজকোট রুটে তাদের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে (Air India Suspend Flights)। রাত বাড়তেই সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া-ও জম্মু, লেহ্, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভুজ, জামনগর এবং রাজকোট রুটে উড়ান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। দুই সংস্থাই জানিয়েছে, পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখছে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: Taliban Bans Chess : আফগানিস্তানে তালিবান নিষিদ্ধ করল “দাবা”! কেন এই সিদ্ধান্ত?
ড্রোন হুমকি এবং ঝুঁকি থাকছে (Air India Suspend Flight)
এদিকে সংঘর্ষবিরতির পর থেকে এখনো পর্যন্ত সীমান্ত বরাবর নতুন করে গুলিচালনার ঘটনা না ঘটলেও শনিবার রাতে পাকিস্তানকে সতর্ক করে কড়া বার্তা দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক (Air India Suspend Flights)। ফলে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও ড্রোন হুমকি এবং সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বশীলতা বজায় রাখতে প্রশাসন ও বিমান সংস্থাগুলি কোনও ঝুঁকি নিতে চাইছে না।এই মুহূর্তে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে ঠিক কোন রুটে ফ্লাইট চলছে এবং কোনগুলি বন্ধ আছে, তা নিয়ে। বিমান সংস্থাগুলির অনুরোধ, যাত্রীরা যাত্রার আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন (Air India Suspend Flights)।এই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষা এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা যেন সমান গুরুত্ব পায়, সেই লক্ষ্যেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি। পরিস্থিতির উন্নতির দিকে নজর রাখা ছাড়া আপাতত আর কিছু করবার নেই — শান্তির আশাই এখন একমাত্র ভরসা।