ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ে আরাধ্যাই (Aaradhya Bachchan) এখন ঐশ্বর্যার (Aishwarya Rai) বেঁচে থাকার রসদ। মেয়ের জন্মদিন, ধুমধাম করে পালন করলেন (Aishwarya-Abhishek Relationship)। কিন্তু সেখানে দেখা গেল না অভিষেককে (Abhishek Bachchan)। তবে কী অভিষেক মেয়ের জন্মদিনেও মেয়েকে মিস করছেন না? ঐশ্বর্যা আর অভিষেকের মাঝে যে নিমরত রয়েছেন, এই বিতর্ক কিন্তু এখন অতীত। তবে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে জলঘোলার শেষ নেই।
বোমা ফাটালেন অমিতাভ (Aishwarya-Abhishek Relationship)
অপরদিকে অমিতাভ বচ্চন তো রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন (Aishwarya-Abhishek Relationship)। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েই কি তবে বচ্চন পরিবারের অন্দরে এতটা অশান্তি? ব্লগে বিগ বি লিখেছেন, “গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো অসত্য কথা রটিয়ে দেওয়া। তাও আবার সত্যিটা যাচাই না করেই। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র। এই গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে আমি কাউকে দোষ দিই না।”
কিসের ইঙ্গিত? (Aishwarya-Abhishek Relationship)
তবে কি এতদিন ধরে বচ্চন পরিবারকে নিয়ে এত ফাটলের কথা, ঐশ্বর্যের ঘর ভাঙার (Aishwarya-Abhishek Relationship) কথা, সবটাই গুঞ্জন? তারই ইঙ্গিত দিতে চাইলেন অমিতাভ বচ্চন? এর প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এটাও ঠিক, এক ছাদের নিচে অভিষেক আর ঐশ্বর্যা থাকছেন না। কেন থাকছেন না, সেটা তো তারাই ভালো বলতে পারবে । কোন সমীকরণে চলছে অভিষেক আর ঐশ্বর্যার দাম্পত্য? সেই উত্তরও লুকিয়ে সময়ের গর্ভে।
আরও পড়ুন: Arya-Aratrika Friendship: প্রেম করছেন আর্য্য-আরাত্রিকা! সত্যিটা কী? দু’জনের অকপট স্বীকারোক্তি
আরাধ্যার জন্মদিন
১৬ নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন (Birthday)। আরাধ্যার জন্মদিন পালনের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ঐশ্বর্যা। এই দিন অভিনেত্রীর বাবা কৃষ্ণরাজ রাইয়েরও জন্মদিন ছিল। ঐশ্বর্যা লেখেন, “আমার চিরকালই ভালোবাসার মানুষকে শুভ জন্মদিন । একজন আমার বাবা ও আর একজন আমার মেয়ে আরাধ্যা। তোমরা দুজনেই আমার বেঁচে থাকার রসদ। এ বার তুমি সত্যিই কিশোরী হয়ে উঠলে।”
বচ্চন পরিবারের কোনও সাড়া নেই
কিন্তু সমাজ মাধ্যমে সক্রিয় থাকলেও বচ্চন পরিবার থেকে কোনও সাড়া মেলেনি আরাধ্যার জন্মদিনে। হয়ত ব্যক্তিগতভাবে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন আরাধ্যাকে। কিন্তু বাবা অভিষেক ও ঠাকুরদা অমিতাভ বচ্চনকে কোনও পোস্ট করতে দেখা যায়নি এদিন। এমনকি ঐশ্বর্যার পোস্টেও কোনও প্রতিক্রিয়া পর্যন্ত দেননি বাবা ও ঠাকুরদা। পোস্ট করা ছবিতে অভিষেকের কোনও ছবিও দেখতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: Shakib-Pori: শাকিব জড়িয়ে ধরে আবেগতাড়িত পরীমণি! নতুন সম্পর্কের ইঙ্গিত?
পরিবারে অশান্তি
শোনা যায়, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বচ্চন পরিবারের অশান্তি। মেয়ে শ্বেতাকে বিলাসবহুল বাংলো উপহার দেওয়ায় বৌমা ঐশ্বর্যার সঙ্গে মনোমালিন্য হয়। ননদ ও শাশুড়ির জন্যই নাকি ঘর ছাড়েন ঐশ্বর্যা। অন্যদিকে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বচ্চন পরিবার।
অমিতাভের কথা
এসব ঘটনার মধ্যেই বড় ইঙ্গিত দেন অমিতাভ বচ্চন। তাঁর কথায় জানা যায় এসব তাঁর একান্ত ব্যক্তিগত ক্ষেত্র। এর গোপনীয়তা রক্ষা করা তাঁর কর্তব্য। তিনি এ প্রসঙ্গে বলেন, “আমি কারোর পছন্দের পেশায় থাকার ইচ্ছেকে চ্যালেঞ্জ করব না। তবে সমাজের সেবায় তাদের যে প্রচেষ্টা সেটার প্রশংসা করি। তবে কেবল এতটুকুই বলতে চাই, কোনও তথ্য প্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সমস্ত কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনে, যাচাই না করেই, যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।”