Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আকাশ দীপের (Akash Deep) ১০ উইকেট শিকার একটি বিরল কীর্তি ছিল, কেবল সিরিজের পরিস্থিতির কারণেই নয়, বরং খুব কম ভারতীয় পেসারই তাদের জীবনে এমন রেকর্ড অর্জন করতে পেরেছেন বলেও।
এজবাস্টনে ভারতের জয় এবং আকাশ দীপের দুরন্ত পারফরম্যান্স (Akash Deep)
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ভারতের জয়ে বড় ভূমিকা নেন পেসার আকাশ দীপ (Akash Deep)। তিনি একাই ১০ উইকেট তুলে নেন এবং পরিসংখ্যান অনুযায়ী তাঁর এই সাফল্য আরও গৌরবময় হয়ে উঠছে। এই পারফরম্যান্স ভারতের এজবাস্টনে পরপর হারার ধারা থামায় এবং ৩৩৬ রানে বিশাল জয়ে সিরিজে সমতা ফেরায়। এই কীর্তি তিনি গড়লেন মাত্র অষ্টম টেস্ট খেলেই। এমন কৃতিত্ব পাননি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি বা মহম্মদ সিরাজ, যাঁরা একত্রে ১৪৮টি টেস্ট খেলেছেন।
বিরল কীর্তির তালিকায় নাম তুললেন আকাশ দীপ (Akash Deep)
আকাশ দীপ (Akash Deep) ইংল্যান্ডে ১০ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয়। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন চেতন শর্মা। ২০১৮ সালের পর এই প্রথম কোনও ভারতীয় পেসার ১০ উইকেট পেলেন। টেস্টে ভারতের যাঁরা একাধিকবার ১০ উইকেট নিয়েছেন তাঁদের মধ্যে দুই পেসার কপিল দেব ও ইরফান পাঠান। বাকি সেরা পারফর্মাররা সবাই স্পিনার। জসপ্রীত বুমরাহ, যিনি ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত, তাঁর সেরা বোলিং ফিগার ৯/৮৬। মহম্মদ সিরাজের সেরা ৮/১২৬ এবং শামির সেরা ৯/১১৮। যদিও শামি এখনও পর্যন্ত ১০ উইকেটের কৃতিত্ব অর্জন করতে পারেননি, অথচ তাঁর ঝুলিতে রয়েছে ২২৯টি টেস্ট উইকেট।
আরও পড়ুন: McCullum admits toss error: এজবাস্টনে টসেই ভুল, স্বীকার করলেন ইংল্যান্ড কোচ ম্যাককালাম
ব্যক্তিগত কষ্টের মধ্যেও অনন্য অর্জন, উৎসর্গ দিদিকে
শুধু পরিসংখ্যান নয়, আকাশ দীপের এই অর্জনের পিছনে ছিল এক আবেগঘন গল্প। ম্যাচের পর আকাশ দীপ জানিয়েছেন, তাঁর দিদি অখণ্ড জ্যোতি ক্যান্সারে আক্রান্ত এবং এই পারফরম্যান্স তিনি তাঁকে উৎসর্গ করছেন। আকাশ বলেন, “আমি কাউকে বলিনি… আমার দিদির ক্যান্সার হয়েছে। দুই মাস আগে ধরা পড়ে। এখন ও কিছুটা স্থিতিশীল আছে। ও আমার পারফরম্যান্স দেখে খুব খুশি হবে। গত দুই মাসে ও অনেক মানসিক কষ্ট পেয়েছে। আমি চাইছিলাম ওর মুখে একটু হাসি ফোটাতে। এই সাফল্য আমি ওর জন্যই উৎসর্গ করছি।” তিনি আরও বলেন, “বোন, এটা তোমার জন্য। যখনই আমি বল হাতে নিয়েছি, তোমার মুখটা চোখে ভেসেছে। আমি শুধু তোমাকে একটু খুশি করতে চাইছিলাম। আমরা সবাই তোমার সঙ্গে আছি।”
আরও পড়ুন: MS Dhoni Birthday: ৪৪-এ পা ধোনির! জন্মদিনে কেক, হাসি আর অগণিত ভক্তের ভালোবাসা
লর্ডস টেস্টেও দলে থাকার সম্ভাবনা
আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। আকাশ দীপের দুর্দান্ত ফর্মের জন্য তাঁকে একাদশে রাখার সম্ভাবনাই বেশি।