ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অক্ষয় তৃতীয়া, হিন্দু ধর্মে এক অত্যন্ত শুভ ও (Akhshay Tritiya) ফলপ্রদ দিন। বছরের এই বিশেষ তিথি অক্ষয় শব্দটির অর্থই বোঝায় “ক্ষয়হীন” অর্থাৎ যা কখনও নষ্ট হয় না। তাই এই দিন যে কোনও শুভ কাজের শুরু, দান, ক্রয়-বিক্রয় সবকিছুই অক্ষয় ফলদায়ী বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই দিন সঠিক নিয়মে পূজা, দান ও আচরণ করলে ঘরে স্থায়ী ভাবে সৌভাগ্য ও সমৃদ্ধির আশীর্বাদ বজায় থাকে।
ভোরবেলা উঠে গঙ্গাস্নান (Akhshay Tritiya)
জ্যোতিষী রাহুল দে বলেছেন, এই পবিত্র দিনে সর্বপ্রথম যা করা উচিত তা হল ভোরবেলা (Akhshay Tritiya) উঠে গঙ্গাস্নান অথবা সম্ভব না হলে স্নানের পূর্বে গঙ্গাজল মিশিয়ে স্নান করা। এতে শরীর ও মন দুই-ই পবিত্র হয় এবং সারা দিনের ধর্মীয় কাজের জন্য প্রস্তুত থাকা যায়।
পজিটিভ শক্তির প্রবেশ (Akhshay Tritiya)
অক্ষয় তৃতীয়ার দিনে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বিশেষ (Akhshay Tritiya) গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূজার ঘর এবং ঘরের মূল দরজার কাছে যেন কোনও আবর্জনা বা নোংরা না থাকে। সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে ঘরে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে বলে বিশ্বাস।
ভগবান বিষ্ণুর পূজা
এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে দেবী লক্ষ্মী এবং শ্রী গণেশেরও পূজা করুন আন্তরিক ভক্তি সহকারে। ধূপ, দীপ, ফুল, প্রসাদ দিয়ে এই ত্রিদেবতার পূজা করলে ঘরে শ্রী ও সৌভাগ্যের অধিষ্ঠান ঘটে।
‘শ্রী প্রতিষ্ঠা’
যাঁরা ব্যবসা করেন, তাঁরা অক্ষয় তৃতীয়ার দিন নতুন খাতা পুজো করে শ্রীগণেশের নাম লিখে ‘শ্রী প্রতিষ্ঠা’ করতে পারেন। এতে নতুন উদ্যোগে আর্থিক সাফল্য আসে বলে বিশ্বাস। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্যও এই দিনটি অত্যন্ত শুভ।

সোনা বা রূপোর সামগ্রী
অক্ষয় তৃতীয়ার আর এক গুরুত্বপূর্ণ দিক হল এই দিনে সোনা বা রূপোর কোনও সামগ্রী কেনা। হোক না তা এক ছোট্ট মুদ্রা বা অলঙ্কার, বিশ্বাস করা হয়, এই দিন কেনা ধাতু ঘরে স্থায়ী শ্রী এনে দেয় এবং ধন-সম্পদের বৃদ্ধি ঘটায়।
আরও পড়ুন: Youtube Channel Banned: পাক ইউটিউব চ্যানেলের উপর ভারতের নিষেধাজ্ঞা!
তবে অক্ষয় তৃতীয়া শুধু নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোর দিনও বটে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দুঃস্থ মানুষদের দান করুন খাবার, জামাকাপড়, অর্থ কিংবা অন্য প্রয়োজনীয় সামগ্রী। এই দানের ফল বহু গুণে ফিরে আসে বলে শাস্ত্রে বলা আছে। সার্বিকভাবে, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে আত্মিক ও আর্থিক শুদ্ধতা বজায় রেখে ধর্মীয় রীতি পালন করলে জীবনে শুভ শক্তির প্রবাহ তৈরি হয়।