ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাস্তার মাঝে হঠাৎ করেই ঝামেলায় জড়িয়ে পড়লেন বলিউডের (Bollywood ) বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। অক্ষয় কুমার বলে কথা। তাঁকে দেখে সাধারণ অভিযোগ করছে। না, অভিনেতা কে দেখে হঠাৎ করে অটোগ্রাফ চাওয়া হলো না। কিংবা সেলফিও তোলার আবদার করলেন না। অদ্ভুত কান্ড বসিয়ে বসলেন এক বৃদ্ধ।
কী দাবি? (Akshay Kumar)
দাবিটা কী ছিল জানেন? একটা পরিষ্কার শৌচালয়ের দাবি নিয়ে তিনি অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলেন। আর দেখা হতেই, সেই সুযোগটা হাতছাড়া করলেন না। তার ক্ষোভ, অভিযোগ সবটাই জানালেন নায়ককে। তাও আবার প্রকাশ্যে। ক্যামেরাবন্দি হল সেই ভিডিয়ো। এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) হাতে হাতে সেই ভিডিয়ো (Video) ঘুরছে।
কী ঘটেছে? (Akshay Kumar)
আসল ঘটনাটা কী হয়েছিল? গত বুধবার অর্থাৎ ২০ নভেম্বর মহারাষ্ট্র (Maharashtra) আর ঝাড়খন্ডে (Jharkhand) ছিল বিধানসভা নির্বাচন (Election)। সকাল ৭টা থেকে যথাযথ নিয়ম মেনেই নির্বাচন শুরু হয়। অপরদিকে মুম্বইয়ের ভোট কেন্দ্রগুলোতে তো যেন তারকার মেলা। বহু তারকাকেই দেখা গিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে। সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সকাল সকাল ভোট দিতে গিয়ে একগুচ্ছ অভিযোগের মুখে পড়তে হল নায়ককে।
আরও পড়ুন: Shah Rukh Khan: বাথরুমে কাঁদতেন শাহরুখ, ঠিক কী হয়েছিল? শোনালেন কঠিন সময়ের গল্প
নিজে কথা বললেন অভিনেতা (Akshay Kumar)
ভোট দিয়ে বেরিয়ে আসতেই, ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ এগিয়ে যান, তাঁর সঙ্গে কথা বলার জন্য। যথারীতি নিরাপত্তারক্ষীরা ওই বৃদ্ধকে বাধা দেন। তখন অক্ষয় কুমার সেটা দেখতে পেয়ে নিজেই এগিয়ে এলেন কথা বলার জন্য। যদিও ওই বৃদ্ধের সেলফি তোলার আবদার ছিল না। আসলে তিনি ক্ষোভ জানাতেই অক্ষয়ের কাছে এগিয়ে গিয়েছিলেন।
মূল অভিযোগ
তাঁর অভিযোগ, অক্ষয় কুমার সর্বসাধারণের ব্যবহারের জন্য বেশ কিছুদিন আগে একটা শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেই শৌচালয়ের অবস্থা এখন ভীষণই খারাপ। গত তিন চার বছর ধরে সেই শৌচালয়ের দেখভাল করছেন। আপাতত বৃদ্ধের দাবি, নায়ক যেন এক্ষেত্রে কিছু সাহায্য করেন। কারণ শৌচালয়ে একটা লোহার বাক্স আছে। বারবার জং ধরে যায়। যদি তাকে ঐরকম একটা বাক্স দেওয়া হয়, তাহলে খুব উপকার হবে। সেটা দিয়ে তিনি আপাতত কাজ চালিয়ে নেবেন।
আরও পড়ুন: A R Rahman Divorce: কেন ভাঙছে এ আর রহমানের সংসার? কারণ জানালেন স্ত্রী
কী করলেন অভিনেতা?
এই মুহূর্তে অভিনেতা অক্ষয় কুমার কী করলেন জানেন? তিনি মন দিয়ে বৃদ্ধের অভিযোগ শুনেছেন এবং জানিয়েছেন, এই বিষয়ে মুম্বই মহানগর পালিকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। আপাতত সোশ্যাল মিডিয়ার তীব্র ভাইরাল এই ভিডিয়ো। প্রসঙ্গত, ২০১৩ সালের আগে পর্যন্ত কানাডার নাগরিক ছিলেন তিনি। অনেকে তাই অভিনেতাকে কটাক্ষ করতেন ‘কানাডা কুমার’ বলে। ২০২৪ এ লোকসভা নির্বাচনে প্রথম তিনি ভোট দিলেন, ভারতীয় নাগরিক হিসেবে।