ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনয়ের পাশাপাশি তাঁর উদার মনের পরিচয় বারংবার সামনে এসেছে। তিনি আর কেউ নন। সকলের প্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। অথচ শোনা গিয়েছে, তাঁর নাকি ভারতীয় নাগরিকত্ব নেই, কিন্তু দায়িত্ববান নাগরিকের থেকেও বেশি মনে হয় কর্তব্য পালন করে যাচ্ছেন। আবারও বড় মনের পরিচয় দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি স্টান্টম্যানদের জন্য নিলেন এক বড় পদক্ষেপ। প্রায় ৭০০ স্টান্টম্যানের জীবনবীমা করিয়ে দিলেন তিনি। স্টান্টম্যান কারা? কাদের জন্য পদক্ষেপ নিলেন অভিনেতা? কী পদক্ষেপ নিলেন? কেন নিলেন এমন পদক্ষেপ?
স্টান্টম্যানদের গুরুত্ব (Akshay Kumar)
আসলে পর্দায় হাড় হিম করা অ্যাকশন দৃশ্য গুলি ফুটিয়ে তোলা হয় স্টান্টম্যানের সাহায্যে (Akshay Kumar)। বলা যেতে পারে, নিজেদের জীবন বাজি রেখেই পর্দায় হিরোদের চরিত্রগুলিকে অসামান্য করে তোলে এই স্টান্টম্যানেরা। দর্শক অ্যাকশন দৃশ্যে হিরোদের যে দৃশ্য গুলি পর্দায় দেখতে পায়, তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই স্টান্টম্যানদের। অথচ এই সব স্টান্টম্যানেদের শুটিং সেটে আহত কিংবা দুর্ঘটনা ঘটলে তার মূল্য দিতে হয় তাঁকে নয় তো তাঁর পরিবারকে।
পদক্ষেপের কারণ (Akshay Kumar)
স্টান্টম্যানদের জন্য অভিনেতা অক্ষয়ের এমন পদক্ষেপ কেন (Akshay Kumar)? আসলে সম্প্রতি একটি ছবির দৃশ্যের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় স্টান্টম্যান রাজুর। তিনি একটি তামিল ছবির শুটিং করছিলেন। আর এমন ঘটনার পর থেকে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন: Vijay Deverakonda: ছবি প্রচারের মাঝেই মারাত্মক অসুস্থ বিজয়! ভর্তি হাসপাতালে
কী পদক্ষেপ?
স্টান্টম্যানদের পক্ষে অক্ষয় কুমারের (Akshay Kumar) এই পদক্ষেপ ইন্ডাস্ট্রির নিয়মগুলোকে আরও যেন পোক্ত করে তুলল। এই বীমা অনুযায়ী কোনও সদস্য সেটে স্টান্ট করতে গিয়ে কিংবা সেটের বাইরে শুটিং করতে দুর্ঘটনা শিকার হলে, তিনি সাড়ে পাঁচ লক্ষ টাকা পাবেন। আর এই সুযোগ পাবেন প্রায় ৭০০ স্টান্টম্যান। অক্ষয়ের এই পদক্ষেপ বলিউডে (Bollywood ) সাড়া ফেলে দিয়েছে। যদিও এই প্রথম নয়। আগেও অক্ষয়কে নিজের টাকা খরচ করে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। আবার দেশের সীমান্ত রক্ষীদের জন্যও কর্তব্য পালন করেছেন তিনি। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে তাঁর দানধ্যান লেগেই থাকে।
নতুন ভাবে আবিষ্কার
আসলে পর্দায় জ্বলন্ত আগুনের উপর হাঁটা, হাড় কাঁপানো ঠান্ডা, বাইক নিয়ে শত্রুর সাথে তুখোর মোকাবিলা, সবটাই স্টান্টম্যানদের কারসাজি। তাঁদের জীবন বাজি রাখার ফলপ্রসূ দর্শক পর্দায় হিরোদের অ্যাকশন দৃশ্যগুলি উপভোগ করে। কিন্তু সেই স্টান্টম্যানদের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা সব সময় যে থাকে তা নয়। তাই এবার তাঁদের জন্য অক্ষয়ের পদক্ষেপে খুশি দর্শকরাও। কারণ তাদের প্রিয় অভিনেতাকে যেন এক অন্যরূপে তারা আবিষ্কার করল।
আরও পড়ুন: Tiyasha Lepcha: তিয়াসার সব কাজ করেন সোহেল! প্রেম জমল কতটা? ফাঁস হাঁড়ির খবর
কুর্নিশ জানানো
অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) এমন পদক্ষেপে প্রবীণ স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন। তিনি ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’, ‘ধড়ক ২’ র মতো ছবিতে স্ট্যান্ট সংক্রান্ত কাজ করেছেন ।