Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটা রাত জেলে আল্লু অর্জুন। জেল থেকে বেরিয়েই হাতজোড় করলেন আল্লু অর্জুন (Allu Arjun)। কেন জানেন? শুক্রবার গোটা রাত জেলেই ছিলেন ‘পুষ্পা’। জেল থেকে শনিবার সকালে ছাড়া পেলেন তিনি। ছেলেকে দেখতে পেয়ে আবেগঘন হয়ে পড়লেন অভিনেতা আল্লু আর্জুনের বাবা। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন ঠিকই, তাও অভিনেতাকে একটা গোটা রাত জেলেই কাটাতে হল।
রাত কাটে চঞ্চলগুড়া জেলে (Allu Arjun)
হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ (Pushpa 2) এর ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় শুক্রবার আটক করা হয় দক্ষিণী তারকাকে (Allu Arjun)। তাঁকে রাখা হয়েছিল চঞ্চলগুড়া জেলে।
ছেলেকে দেখে আবেগঘন বাবা (Allu Arjun)
আল্লু অর্জুন (Allu Arjun) কয়েক ঘন্টা পরেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন ঠিকই। কিন্তু রিলিজ অর্ডার জেলে সঠিক সময়ে পৌঁছালো না। যার কারণে শুক্রবার কারাগারে ওপারে কাটাতে হলে অভিনেতাকে। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ তিনি ছাড়া পেলেন। অভিনেতার বাবা আল্লু অরবিন্দ এবং শশুর অভিনেতাকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন। বাবার সঙ্গে দেখা হওয়া মাত্রই ছেলে আর বাবা যেন আবেগঘন হয়ে পড়েন। জেল থেকে বেরোনোর মুখে অভিনেতাকে বেশ ঠান্ডা মাথাতেই দেখা গিয়েছে। তিনি সবার উদ্দেশ্যে হাতও নেড়েছেন।
আরও পড়ুন: Radhika Apte: মা হলেন রাধিকা আপ্তে, নায়িকার কোলে পুত্র না কন্যা সন্তান?
সারারাত অনুরাগীদের অপেক্ষা
গত শুক্রবার, অভিনেতার উপর দিয়ে কম ঝড় জল গেল না। দিনভর জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া, সারা রাত জেলে থাকা, এই নিয়ে সে যেন হই হই রই রই কান্ড। সরগরম ছিল ভারতের গোটা সিনে দুনিয়া। যে পুষ্পাকে বারংবার শুনতে বলতে শোনা যায় ‘ঝুঁকেগা নেহি’।। আল্লুর অনুরাগীরা অভিনেতার মুখে ডায়লগ শুনতেই বেশি অভ্যস্ত। আর সেই অভিনেতাকে একটা গোটা রাত পার করতে হল কারাগারের অন্ধকারে। সারারাত ধরে চলেছে অপেক্ষার পালা। অনুরাগীরা অপেক্ষা করছিলেন, কখন জেল থেকে মাথা উঁচু করে আল্লু বেরিয়ে আসবেন। রাত কাটতেই জেল থেকে বেরিয়ে এলেন অভিনেতা। এই খবরে উচ্ছ্বসিত এবং ভীষণ খুশি আল্লুর অনুরাগীরা।

আইনের গেরোয় জেল রাত কাটল অভিনেতার
নিম্ন আদালত ১৪ দিনের জন্য অভিনেতাকে কারারুদ্ধ করার পথে হাঁটলেও, সেই রায় খারিজ করে দেয় উচ্চ আদালত। তারপর অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করে। এই পুরো প্রসেস হতে বেশিক্ষণ সময় লাগেনি। গ্রেফতারির পর বড়জোর কয়েক ঘণ্টা। কিন্তু দক্ষিণী সুপারস্টারকে জেলে থাকতে হবে না, এমনটাই স্বাভাবিক ছিল। কিন্তু আইনের গেরোয় শুক্রবার রাত তাঁকে জেলেই কাটাতে হল। কারণ জামিনের অর্ডার সময়ে হাতে এসে পৌঁছায়নি। এরপর হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে অভিনেতার অনুরাগীরা প্রবল বিক্ষোভও করেন।
আরও পড়ুন: Katrina Kaif: অভিনয় ছাড়ছেন ক্যাটরিনা! পুরোদমে সংসারী হয়ে গেলেন অভিনেত্রী
হাতজোড় করে কী বললেন অভিনেতা?
অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মৃতার স্বামী। শনিবার সকাল সকাল জেল থেকে বেরিয়ে অভিনেতা বললেন, “আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি। তদন্তের সহযোগিতা করব”। রীতিমত হাতজোড় করে বললেন, “মৃতার পরিবারের প্রতি আমি সমব্যথিত। গোটা ঘটনায় খুবই শোকাহত”।
মামলা তুলে নেবে মৃতার স্বামী!
অপরদিকে মৃতার স্বামীর বক্তব্য, মামলা তুলে নিতে তিনি প্রস্তুত। তিনি অভিনেতার গ্রেফতার হওয়ার খবর জানতেন না। আর সেদিন পদপিষ্ট হয়ে তার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে অভিনেতার কোনও হাত নেই, বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।