ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেক্সিকোর স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আহত বেশ কয়েকজন। যাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, স্থানীয় সময় বুধবার ঘটনাটি ঘটে মেক্সিকোর সেন্ট্রাল টলাক্সকালা প্রদেশের এপিজাকো শহরে। ব্রিটিশ কোম্পানি সিমেক গ্রুপের মালিকানাধীন একটি স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে আশপাশের এলাকাও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দল।
আরও পড়ুন: https://tribetv.in/pm-modi-targets-former-congress-government-over-urban-nakshal-issue/
শুরু হয় আগুন নেভানোর কাজ। উদ্ধারকারীরা ভিতর থেকে ১২ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। যদিও তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/russia-ukraine-war-north-korea-sent-troops-to-russia/
আরও পড়ুন: https://tribetv.in/delhi-air-quality-very-poor-during-diwali-2024/
এই বিষয়ে ফার্মটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ”এপিজাকো শহরের একটি স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের জন্য প্রাণহানি ঘটেছে। আপাতত কারখানাটি বন্ধ রয়েছে।” সিমেক জানিয়েছে, কীভাবে এই কাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া স্টেট প্রটেকশন অফিস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান কোনও যন্ত্রপাতি ভেঙে যাওয়ার কারণে হয়তো এই বিস্ফোরণ ঘটেছে। নিহতরা সকলে কারখানার শ্রমিক। গোটা ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং শোকবার্তা দিয়েছে মেক্সিকো সরকার।