Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও শেষ হচ্ছে এক জনপ্রিয় ধারাবাহিকের পথ চলা (Amar Sangi)। পর্দায় এই প্রিয় জুটিকে আর দেখতে পাবেন না। কোন ধারাবাহিকের পথ চলা থামল? কেনই বা জনপ্রিয় হওয়া সত্ত্বেও এমন পরিণতি? নেটপাড়ায় উঠছে প্রশ্ন। বলা হচ্ছে, টলিপাড়ার ‘অমর সঙ্গী’ (Amar Sangi) জুটির কথা। অর্থাৎ রাজ এবং শ্রী’র ধারাবাহিক। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই এই ধারাবাহিক আর পর্দায় সম্প্রচারিত হবে না।
প্রশংসা লাভ (Amar Sangi)
জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘অমর সঙ্গী’ (Amar Sangi)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli) এবং নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। প্রথম থেকেই নিত্য নতুন মোড় এবং প্রেমের গল্পে দর্শকদের মন জয় করতে বেশি দিন সময় লাগেনি। এমনকি অমর সঙ্গী নিয়ে প্রশংসায় মুখর হয়েছিল সোশ্যাল মিডিয়া। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মনে ধরে ছিল রাজ এবং শ্রী’র প্রেমের গল্প।
ধারাবাহিকের গল্প (Amar Sangi)
একদিকে অভাবী পরিবারের ছেলে রাজ, অপরদিকে লড়াকু মেয়ে শ্রী (Amar Sangi)। দু’জনেই নিজেদের আসল পরিচয় লুকিয়ে সম্পর্কে আসে। কিন্তু প্রভাবশালী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও শ্রী রাজের ভালোবাসাকে ফিরিয়ে দেয়নি। যদিও বিয়ের আগেই রাজ শ্রীকে সব সত্যি বলে দেয়। তারপর শুরু হয়ে যায়, দুই পরিবারের মন জেতার লড়াই। দু’জনের সংসারে আসে একের পর এক বাধা। রাজের জীবনে এন্ট্রি নেয় নতুন নারী। অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ এবং শ্রীর সম্পর্কের মাঝে তাকে দেখা গিয়েছে তৃতীয় ব্যক্তি হিসেবে, তাও আবার নেতিবাচক চরিত্রে। সে হাজার চেষ্টা করেও সম্পর্ক ভাঙতে ব্যর্থ হয়েছে ।
শেষ টেলিকাস্ট কবে?
হঠাৎ এল মন খারাপ করা খবর। মার্চের শেষ দিন শেষ এপিসোডের শুটিং করে ফেলেছে এই ধারাবাহিকের টিম। আগামী ৫ এপ্রিল হবে শেষ টেলিকাস্ট। ‘অমর সঙ্গী’ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউসের কাজ।
বন্ধ হল কেন?
সম্প্রতি বেশিরভাগ ধারাবাহিকের মেয়াদ ছয় মাস, কখনও বা এক বছর। সেই তালিকায় জুড়ল ‘অমর সঙ্গী’। তবে এটা ঠিক, এই ধারাবাহিককে দর্শক মনে রাখবে। টিআরপি তালিকায় সে ভাবে ভালো ফল করতে পারেনি ঠিকই। কিন্তু শ্যামৌপ্তি এবং নীলের জুটি দর্শক খুব দ্রুত আপন করে নিয়েছিল। এই প্রথমবার দু’জন পর্দায় জুটি বেঁধেছিলেন। স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকের অনুরাগীদের এখন মন খারাপ।
আরও পড়ুন: Salman Khan: হাঁটুর বয়সী নায়িকাকে নিয়েই বিপদে সলমন, ভাগ্য খারাপ যাচ্ছে সিকন্দরের!
নাগকন্যার প্রোমো
প্রসঙ্গত, ইতিমধ্যেই জি বাংলার পর্দায় এসেছে ইচ্ছাধারী নাগকন্যার একটি প্রোমো। তবে এর নাম ভূমিকায় কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই যে এই মেগা শুরু হতে চলেছে, তা বলা বাহুল্য। তাই কি জায়গা ছেড়ে দিতে হল অমর সঙ্গীকে? প্রশ্ন উঠছে নেট পাড়ায়। অমর সঙ্গী শুরু হয়েছিল ২০২৪ এর আগস্টে। মাত্র ৭ থেকে ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প কীভাবে শেষ হবে, এখন সেটাই দেখার। তবে শেষ মুহূর্তের গল্প যে দর্শক মনে প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।