ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), একজন তুখোর অভিনেতা। ছোট পর্দা, বড় পর্দা কিংবা কোনও শো। সব ক্ষেত্রেই দর্শকদের তিনি রীতিমত মাতিয়ে রাখেন। টালিপাড়ার হাওয়া বলছে, বাংলা ইন্ডাস্ট্রির এই সুযোগ্য অভিনেতাকে এবার দেখা যেতে পারে হিন্দি (Hindi) সিরিয়ালে। এর আগেও অম্বরীশকে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে হাসি মুখে এক ফ্রেমে দেখা গিয়েছিল।
অনেক বাঙালি এখন বলিউডে (Ambarish Bhattacharya)
টলিউডের (Tollywood) বহু বাঙালি অভিনেতা অভিনেত্রী এখন চুটিয়ে হিন্দি সিনেমা সিরিজ সিরিয়ালে কাজ করছেন। বিষয়টা একেবারেই ব্যতিক্রম নয়। সেই তালিকায় হয়ত এবার নাম জুড়তে চলেছেন অম্বরীশ (Ambarish Bhattacharya)। কিছু গুঞ্জন আপাতত সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগেও অভিনেতা মুম্বাইয়ে (Mumbai) কাজ করেছিলেন। তাও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে। দুটি বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছিলেন বিগ বি’র সঙ্গে। ওই দুটি বিজ্ঞাপনের মধ্যে একটি আবার পরিচালনা করেন সুজিত সরকার।
অভিনেতা অম্বরীশের বেশ নামডাক (Ambarish Bhattacharya)
চারিদিকে অভিনেতা অম্বরীশের (Ambarish Bhattacharya) বেশ নামডাক। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ (Jamalaye Jibonto Bhanu)। ছবিটিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অম্বরীশের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অভিনেতা বর্তমানে ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন। যেটি সম্প্রচারিত হচ্ছে স্টার জলসায় (Star Jalsha)। স্বাভাবিক ভাবেই অভিনেতার অনুরাগীদের প্রশ্ন, অভিনেতা হিন্দি ধারাবাহিকের অফার পেলেন কীভাবে? আর সেই ধারাবাহিকটাই বা কী? আর তিনি কবে থেকে কাজ শুরু করছেন? এখন তাঁকে দেখা যাচ্ছে, ‘রোশনাই’ ধারাবাহিকে। তাহলে কি তিনি দুটো কাজ একসঙ্গে করবেন?
আরও পড়ুন: Pushpa 2: The Rule: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘পুষ্পা ২’, একদিনেই বিক্রি ১০ লক্ষ টিকিট
কীভাবে এল কাজ? (Ambarish Bhattacharya)
যতদূর শোনা যাচ্ছে, অভিনেতা একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। আর সেই সূত্রেই তাঁর কাছে নতুন করে হিন্দি ধারাবাহিকের একটি অফার এসেছে। ওই বিজ্ঞাপনের পরিচালক অভিনেতাকে এই প্রস্তাব দেন। টলিপাড়ার ফিসফাস বলছে, অভিনেতা যে চরিত্রে অভিনয় করবেন, সেটি বাঙালির চরিত্র। তাই বাঙালি অভিনেতার খোঁজ চলছিল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাইলট এপিসোডের শুটিং। সেখানে অম্বরীশ উপস্থিত ছিলেন। ডিসেম্বরেই এপিসোডের শুটিং শুরু হওয়ার কথাও রয়েছে।
কী নাম ধারাবাহিকের?
কিন্তু ধারাবাহিকের নাম কী? সেখানে কারা কারা অভিনয় করছেন? অন্যান্য কোন কোন চরিত্র রয়েছে? ধারাবাহিকের গল্পই বা কী? তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, সেটা ঠিকও হয়নি। ধারাবাহিকের সবটাই এখন রয়েছে প্রাথমিক পর্যায়ে। এমনকি ধারাবাহিকের নামকরণও চূড়ান্ত হয়নি। অন্যান্য কাস্টিং চূড়ান্ত হলে তবেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। তাছাড়া অম্বরীশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও এই সংক্রান্ত কোনও খবর নেই। সবটাই এখন রয়েছে গুঞ্জন স্তরে।
আরও পড়ুন: Puber Moyna: জমিদার বাড়ির পাশে ভূতের তাণ্ডব! রহস্য উদ্ধারে রোদ্দুর-ময়না
আগেই বলিউডে গিয়েছেন অনেকে
প্রসঙ্গত, টলিপাড়া থেকে অনেকেই মুম্বাইতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। আগেও করেছেন। সেই তালিকায় রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, ঋষি কৌশিক সহ অনেকেই। এবার সেই তালিকায় হয়ত যুক্ত হতে চলেছে অম্বরীশের নাম। আর তাছাড়া তিনি অভিনেতা হিসেবে ভীষণই পোক্ত। কখনও কমেডি, তো কখনও সিরিয়াস চরিত্রে, তিনি দর্শকদের সামনে নানান রূপে নিজেকে প্রেজেন্ট করেছেন। তাঁর অনুরাগীরা মনে করছেন, অভিনেতার ক্যারিয়ারে হয়তো নতুন বাঁক এসেছে। তবে সেই খবর তিনি কিভাবে জানাবেন, তা জানতে অপেক্ষায় রয়েছে দর্শক।