ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উপনির্বাচনের আগেই একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার বনগাঁর পেট্রাপোল বন্দরের টার্মিনাল টু উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে, উদ্বোধন করেন মৈত্রী গেটেরও। এর পরেই অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে দাগেন একের পর তোপ। ২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক দেন অমিত শাহ। জানালেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। ‘বাংলায় পরিবর্তন হলেই অনুপ্রবেশের সমস্যা মিটবে, অনুপ্রবেশ বন্ধ করলে বাংলায় শান্তি ফিরবে’ বলেই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। উপনির্বাচনের আগে বাংলায় এসে এবার পাল্টা শাসক দল তৃণমূলকেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষ পায় না, তৃণমূল নেতাদের পকেটে যায়’ দাবি অমিত শাহর। একইসঙ্গে ‘১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কি করেছেন?’ সেই প্রশ্নও তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: Amit Shah: বঙ্গ সফরে অমিত শাহ! প্রস্তুতি শুরু রাজ্য বিজেপির
মোদি সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণও বেড়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ‘মোদি যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি। এখন তা ৩০ হাজার কোটি হয়েছে। ব্যবসা বেড়েছে, কাজ বেড়েছে এবং বাংলায় কর্মসংস্থানও হয়েছে।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।