ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মোবাইল অ্যাপে মিলছে ট্রেন-মেট্রো। অ্যাপেই মিলছে ট্যাক্সি কিংবা মোটরবাইক।মোবাইল অ্যাপে বিমান কিংবা ট্রেনের টিকিট কাটা খুব সাধারন। মোবাইল অ্যাপে ট্যাক্সি কিংবা মোটরবাইক বুক করে নিজের গন্তব্যে পৌঁছানো আজকাল খুব সাধারন।
কিন্তু,যদি সেটা হয় গভীর জঙ্গল কিংবা মরুভূমি! তাহলে? অনেকেই ভাবছেন সেখানে তো আর মোবাইল অ্যাপে হাতি কিংবা উট মিলবে না! না! এখনো গভীর জঙ্গলে মোবাইল অ্যাপে হাতি মিলছে না। কিন্তু এবার থেকে মরুভূমিতে মোবাইল অ্যাপে মিলবে উট।
মোবাইল অ্যাপে উট মিলছে শুনেই অনেকেই অবাক হবেন। ভাবছেন কোথায় মিলছে মোবাইল অ্যাপে উট সার্ভিস?আর কোন অ্যাপেই বা মিলছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে বহু মানুষ শেয়ারও করেছেন এই ভিডিওটি।
ইনস্টাগ্রামে ঐ ভিডিওটি একটি অ্যাকাউণ্ট থেকে পোস্ট করা হয়েছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মেয়ে উবর মোবাইল অ্যাপে বুক করছে উট। মরুভূমির মাঝে ধুধু বালির সমুদ্রে দাড়িয়ে হাতের মোবাইল খুললেই উবর মোবাইল অ্যাপে মিলছে উট। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাছে উবর মোবাইল অ্যাপে উট বুক করতেই সাথে সাথে ধুধু বালির সমুদ্রে পৌছে গেছে উট। সঙ্গে চলে এসেছেন উট চালক। একেবারে মোবাইল অ্যাপে সাধারণ ট্যাক্সি কিংবা মোটরবাইক বুক করার মতোই সহজেই বুক করা যাচ্ছে উটও।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হইচই পরে গেছে নেট পাড়ায়। অনেক নেটিজেনই অবাক হয়েছেন।কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন কমেন্টে। আবার অনেকেই প্রশ্ন করছেন সত্যিই কি উবর মোবাইল অ্যাপে মিলছে উট? নাকি এটি নিছকই মজা? আর যদি মজা না হয় তাহলে কোথায় মিলবে মোবাইল অ্যাপে উট? আমাদের দেশের মরুভূমিতে কি মিলবে উবর মোবাইল অ্যাপে উট?
না ভারতের থর মরুভূমিতে উবর মোবাইল অ্যাপে উট মিলবে না। উবর মোবাইল অ্যাপে এই পরিষেবা মিলবে দুবাইতে।দুবাইয়ের মরুভূমিতে পর্যটকেরা ঘুরতে গেলে উবর মোবাইল অ্যাপে উট ডাকতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে পর্যটকদের উট বুকিং করতে হবে একটি বিশেষ ভ্রমণ সংস্থার মাধ্যমে। একটি ভ্রমণ সংস্থা চুক্তির ভিত্তিতে উবর মোবাইল অ্যাপে এই বিশেষ পরিষেবা দিচ্ছে।
একটি সংবাদ সংস্থা রিপোর্টে দাবি করছে, দুবাইয়ের মরুভূমিতে ধুধু বালির সমুদ্রে উবর মোবাইল অ্যাপে ‘মরু জাহাজ’ উটকে ডাকতে হলে প্রথমে এই বিশেষ ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই ভ্রমণ সংস্থার মাধ্যমেই উবর মোবাইল অ্যাপে উট তলব করতে পারবেন পর্যটকেরা। আর পরে জানা গেছে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিওটি ছিল নিছকই প্রচার মূলক।