ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহী সফরকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। শনিবার রাত ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ।
কোথায় থাকবেন অমিত শাহ? (Amit Shah)
সেখান থেকে সোজা সড়কপথে নিউ টাউনের পাঁচতারা হোটেলে যাবেন তিনি। জানা গিয়েছে সেখানেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।
কেন আসছেন শাহ? (Amit Shah)
পরের দিন রবিবার কল্যাণী হয়ে পেট্রাপোল এবং আরামবাগে দুটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)।
বঙ্গ সফরের মাঝেই ১৩ নভেম্বর হতে চলা ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে শাহের।
আরও পড়ুন: Murshidabad News: উপনির্বাচনের আগে বিরোধী ঘরে ভাঙন ধরালেন বাইরন, TMC-তে যোগ বহু কর্মী-সমর্থক
কবে ফিরবেন শাহ? (Amit Shah)
ফরসূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই জানা গিয়েছে।
দলের অন্দরে ক্ষোভ
সামনেই পশ্চিমবঙ্গে ফের উপনির্বাচন (West Bengal Byelection)। ছটি আসনেই প্রার্থী ঘোষনা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকায় চমক রয়েছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বি দলেরই। তৃণমূলে প্রার্থীতালিকা নিয়ে কোনও বিক্ষোভ দানা বাঁধেনি। তবে প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে মাদারিহাটের প্রার্থী নিয়ে বিভক্ত বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের তুলনা! দেবাংশুর মন্তব্যে জোর বিতর্ক
স্থানিয় নেতৃত্বের উপর ভরসা
উপনির্বাচনের প্রার্থী তালিকায় স্পষ্ট, স্থানীয় নেতৃত্বের উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, উপনির্বাচনেও পুরো শক্তি নিয়ে মাঠে নামার বিষয়ে খামতি রয়েছে বিজেপির। কারণ, ছয়টি বিধানসভা এলাকায় দলের পুরনো কর্মীদের সেভাবে নামানো যায়নি।
আদি-নব্য দ্বন্দ্ব
উপনির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির পুরনো নেতা এবং কর্মীদের গাছাড়া মনোভাব ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে। বিভিন্ন জেলাতেই দলের সেই আদি এবং নব্য দ্বন্দের জেরে এখনও পর্যন্ত বসে যাওয়া পুরনো নেতা এবং কর্মীদের বড় অংশকেই মাঠে নামানো যায়নি।