ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছুদিন আগের কথা। হঠাৎ বলিউডের অন্দরে রীতিমত ঝড় ওঠে। তোলপাড় ফেলে দেয়, একটা সংবাদ। বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নাকি বলিউডকে (Bollywood ) বিদায় জানাচ্ছেন। তিনি আর অভিনয় করবেন না। জল্পনা বাড়িয়েছিল, অভিনেতারই একটা পোস্ট। যে পোস্ট দেখে ধেয়ে আসে নানান মন্তব্য। ভীষণ মন খারাপ হয় অমিতাভের অনুরাগীদের। এবার পুরো বিষয়টা স্পষ্ট হল। তাহলে কি সত্যি তিনি অভিনয় ছাড়ছেন? নাকি ছাড়ছেন না? সেদিন রহস্যজনক পোস্ট করেছিলেন কেন? সবটাই খোলসা হল, ‘ কৌন বনেগা ক্রোড়পতি’র (Kaun Banega Crorepati) মঞ্চে।
জল্পনার সূত্রপাত (Amitabh Bachchan)
৮২ বছরে পা দিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এখনও তিনি রমরমিয়ে কাজ করছেন। কিন্তু হঠাৎ করে প্রশ্ন ওঠে, তবে কি এবার ‘ শাহেনশা’ ক্লান্ত হলেন? কারণ কিছুদিন আগেই তিনি রাত ২টোর সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন “যাওয়ার সময়”। যদিও তাঁর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি একেবারেই নতুন নয়। তিনি প্রায়ই সময় ধোঁয়াশা রেখে নানান কথা পোস্ট করেন। এমনকি প্রতি রবিবার তাঁর ‘জলসা’ বাংলোর সামনে সাক্ষাৎ করেন অনুরাগীদের সঙ্গে। যদিও এবার সমস্ত কৌতূহলের অবসান হয়েছে।
দর্শকের প্রশ্ন (Amitabh Bachchan)
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে শুটিং চলছিল (Amitabh Bachchan)। সেখানেই বেরিয়ে আসে সত্যিটা। ওই শুটিং চলাকালীন এক দর্শক অমিতাভের কাছে জিজ্ঞাসা করেন, সে দিনের রাতের পোস্টের অর্থ কী ছিল? সঙ্গে সঙ্গে হেসে ফেলেন অমিতাভ বচ্চন। পাল্টা প্রশ্ন রাখেন “কেন? আমি কি কিছু ভুল বলেছি?” তারপর পুরো বিষয়টা খোলসা করেন।
আরও পড়ুন: Kiara Advani got Pregnant: বলিপাড়ায় খুশির খবর, সিদ্ধার্থ-কিয়ারার জীবনে আসছে খুদে সদস্য!
পোস্টের ব্যাখ্যা দিলেন অমিতাভ
অমিতাভ বচ্চন বলেন, আসলে রিয়্যালিটি শোয়ের সেট থেকে রাত ১টার আগে তিনি ছুটি পান না। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত ২টো হয়ে যায়। আর গভীর রাতে যখন বাড়ি ফেরেন, তখন দু’চোখ ভরে শুধু ঘুম। ওই ঘুমন্ত অবস্থাতেই তিনি সেদিন লিখেছিলেন “যাওয়ার সময়”। অর্থাৎ তাঁর বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু তখন চোখে এতটাই ঘুম ছিল যে, তিনি পুরোটা লিখে উঠতে পারেননি। ওই অর্ধেক পোস্ট পড়ে ঘাবড়ে যান অনুরাগীরা। অনুরাগীদের মনে নানান প্রশ্ন জন্ম দেয়।
আরও পড়ুন: Debolina Nandy: অনন্যা-সুকান্তর বাগদানের আগেই বড় দুর্ঘটনা! কী ঘটেছিল দেবলীনার সাথে?
নিশ্চিন্ত হলেন অনুরাগীরা
এবার অনুরাগীরা কিছুটা নিশ্চিন্ত হলেন। কারণ অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন, তাঁর বলিউড ছাড়ার কিংবা অভিনয় ছাড়ার যে জল্পনা উঠেছে, তা সত্যি নয়। এখন তিনি যে ভাবে কাজ করছেন, সে ভাবেই বলিউডে পুরোদমে কাজ করবেন। তাছাড়া কাজের জগতে বয়স তাঁকে এখনও ক্লান্ত করতে পারেনি। দর্শক, অনুরাগী থেকে শুরু করে গোটা দেশকে তিনি আরও ভালো ভালো কাজ উপহার দিতে চান।