ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) অ্যাংরি ইয়ংম্যান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নাকি অবসর নিচ্ছেন? খুব শীঘ্রই তিনি অভিনয় দুনিয়াকে বিদায় জানাতে পারেন। কিন্তু কেন? একটা বড় ইঙ্গিত দিয়ে দিলেন নিজের পোস্টে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন ভীষণ অ্যাক্টিভ। আর সেখানেই করলেন রহস্যজনক পোস্ট।
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নতুন প্রজন্মকে (Amitabh Bachchan)
এই মুহূর্তে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) দেখা যাচ্ছে কৌন বানেগা ক্রোড়পতি শো’য়ের সঞ্চালনা করতে। অনুরাগীদের বারংবার মুগ্ধ করছেন ব্যারিটোন আওয়াজে। বয়স হয়েছে প্রায় ৮২ বছর। কিন্তু বয়সকে তিনি যেন হার মানিয়েছেন। উপরন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নতুন প্রজন্মকে। এই বয়সে এসেও তিনি রমরমিয়ে কাজ করছেন। কিন্তু হঠাৎ কি এমন হল? তবে কি আর অমিতাভ বচ্চনকে বলিউডে দেখা যাবে না? তিনি কি সত্যিই অবসর নিতে চলেছেন ? এমনই নানান প্রশ্ন এখন দানা বেঁধেছে বলিউডের অন্দরে।
জল্পনার সূত্রপাত (Amitabh Bachchan)
এহেন গুঞ্জনের সূত্রপাত হয়েছে, অমিতাভের (Amitabh Bachchan) একটি পোস্টকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় বিগ বি’কে মাঝেমধ্যে নানান পোস্ট করতে দেখা যায়। বিষয়টা একেবারেই নতুন নয়। তবে অধিকাংশ পোস্টে থাকে ইঙ্গিত। কয়েকটি শব্দ লেখেন, কিন্তু তার অর্থ থাকে অনেক গভীরে। গত শুক্রবার রাত ৮টা ৩৪ মিনিট নাগাদ হঠাৎই এক্স প্রোফাইলে অমিতাভ বচ্চন লেখেন ” টাইম টু গো….”। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়ে এসেছে।
আরও পড়ুন: Chirodini Tumi Je Aamar: দিতিপ্রিয়ার মনের কথা শুনে চলেন জিতু, দুজনের সম্পর্ক সাত জন্মের!
রহস্যজনক পোস্ট
স্বাভাবিক ভাবেই এমন পোস্ট দেখে অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, অমিতাভ বচ্চন কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন? এই পোস্টে কিছুটা রহস্যই রেখেছেন তিনি। তবে তিনি ঠিক কি ছেড়ে চলে যেতে চাইছেন, তা এখনও স্পষ্ট করেননি। তারপরে গুঞ্জন ওঠে, অমিতাভ অভিনয় জগতকে বিদায় জানাবেন। এই যে চারিদিকে এত গুঞ্জন, এত কথা মানুষ বলছে, এই নিয়ে কিন্তু বচ্চন পরিবার এখনও কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন: Tollywood: অভিমান ভাঙল পরিচালকদের! স্বাভাবিক ছন্দে ফিরছে টলিপাড়া
মন খারাপ অনুরাগীদের
অমিতাভ বচ্চন বলে কথা, বলিউডের শহেনশাহ। দেশ বিদেশের ঘটে যাওয়া ঘটনা থেকে জীবনের নানান মুহূর্তের কথা তিনি নেটমাধ্যমে তুলে ধরতে দ্বিধাবোধ করেন না। প্রায়ই ব্লগ লেখেন। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন পোস্ট দেখে দর্শকরা ভীষণ অবাক হয়েছে। অনুরাগীরাও চিন্তায় পড়েছেন। কারণ অমিতাভকে বড় পর্দায় দেখতে এখনও অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। তাছাড়া অমিতাভ বচ্চন ভারতীয় দর্শকদের কাছে একটা নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়া যখন বলে, চলে যাওয়ার সময় হয়ে এসেছে, তখন তো মন খারাপ হবেই। তবে অমিতাভ বচ্চন সত্যিই অবসর নিচ্ছেন কিনা তা এখনও জানা যায়নি। এই জল্পনায় কোনও সিলমোহর পড়েনি।