ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকায় গোয়াল ঘরের গরুর সরিয়ে ‘আইসিডিএস সেন্টার’! ক্ষোভ অভিভাবকদের। গোয়াল ঘরের গরু সরিয়ে চলে আইসিডিএস সেন্টার, কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি! তাও আবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার বিধানসভা এলাকায়।
ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের নামখানা ব্লকের শিবনগর আবাদ ৩১৯ নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টারে। আইসিডিএস সেন্টারের শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ, বিগত ২০ বছরের আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে। তারপর থেকেই আইসিডিএস সেন্টারের কোনও স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি। এলাকার এক ব্যক্তি বিনা শর্তে জায়গা দান করেন, কিন্তু ঘর তৈরি না হওয়ায় সমস্যায় পড়েন আইসিডিএস-এর দিদিমণি থেকে অভিভাবকরা সকলেই।
জানা গিয়েছে, কল্যাণী টঙ্গী নামে একজন এলাকাবাসী আইসিডিএস সেন্টারটি চালানোর জন্য তাদের বাড়ির পাশে গোয়ালঘরটি দেন। রাতে থাকে গরু, সকালে বাইরে বার করে দিয়ে চলে আইসিডিএস সেন্টার।
এইভাবেই চলে আসছে কয়েক বছর। অভিযোগ বিগত কুড়ি বছর ধরে এইরকম গোয়াল ঘরে চলছে, আইসিডিএস সেন্টার।
আরও পড়ুন: https://tribetv.in/ed-raid-ongoing-in-various-private-medical-colleges/
বহুবার ওই আইসিডিএস সেন্টার এর সহায়িকা কিংবা শিক্ষিকাকে নিয়ে বহু পঞ্চায়েত বিডিও অফিস জানিয়েছেন তবে এখনও পর্যন্ত সেখানে কোনও আইসিডিএস সেন্টারের বাড়ি গড়ে ওঠেনি, যার ফলে বর্ষা শীত কিংবা গরমের সময় যেখানে রান্না হয় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ওই আইসিডিএস সেন্টারে তৈরি যে খাওয়ার কখনও পোকা, কখনও টিকটিকি পড়তেই থাকে।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-high-court-allowed-the-protest/
এমনকি এই আইসিডিএস সেন্টারের স্থায়ী ঘর না থাকার কারণে কেবলমাত্রই আইসিডিএস সেন্টারে সহায়িকা কিংবা শিক্ষিকা আসে আইসিডিএস সেন্টারের যে খাবার সেই খাবার দেয়ার জন্য কোন প্রকারে এই আইসিডিএস সেন্টারে পড়াশোনা করানোর হয় না। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই জায়গায় একটি আইসিডিএস সেন্টার তৈরি করা হোক।
আরও পড়ুন: https://tribetv.in/ancient-meeting-fair-stop-by-local-government-in-bengal/
তবে এই বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, এই বিষয়টি নজরে এসেছে খুব শীঘ্রই বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি খুব শীঘ্রই যেভাবে আইসিডিএস সেন্টারটি নির্মাণ করা যায় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান।