ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লালগোলায় শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ১ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ১১-র নাবালকের মৃতদেহ। মৃতের নাম সুরজিৎ দাস। বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার সাগিয়া জগৎন্নাথপুর এলাকায়। মৃতের পরিবারের দাবি, অত্যাচার করে খুন করা হয়েছে ওই শিশুকে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
সুরজিৎয়ের পরিবারের দাবি, খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। মঙ্গলবার বিকেল থেকেই নিখোঁজ ছিল সুরজিৎ। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজনই নিজেদের মতন করে খোঁজখবর শুরু করেন। মঙ্গলবার রাত পর্যন্ত ছেলের খোঁজ না মেলায় লালগোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন মৃতের পরিবার। যদিও বুধবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় সুরজিৎ দাসের নিথর দেহ।
আরও পড়ুন: https://tribetv.in/bjp-demands-immediate-release-to-chinmaykrishna-prabhu-in-bangladesh/
পরিবারের দাবি, সুরজিৎ দাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এর পাশাপাশি আগুনের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে কীভাবে মৃত্যু হল ওই শিশুর তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।