ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনন্যা (Ananya Panday) নাকি চাঙ্কি পান্ডের (Chunky Panday) মেয়েই (Daughter) নয়। তবে কার মেয়ে? এমনকি সন্দেহ করছেন অভিনেতা (Actor) নিজেই। তাও আবার নিজের মেয়ের উপর। বলছেন, ডিএনএ পরীক্ষা (DNA Test) করাবেন। কিন্তু কেন? নিজের মেয়ে অনন্যা যেখানে চাঙ্কি পান্ডের প্রাণের সমান। সেখানে তিনি মেয়ের ডিএনএ পরীক্ষা করাবেন বলছেন। অনুরাগীরা প্রথমে একটু অবাক হয়েছিলেন। মেয়েকে নিয়ে আজকাল চাঙ্কি পান্ডের ভীষণ গর্ব হয়। আবার তার মনে উথাল-পাথাল তৈরি করে একটা সন্দেহ। অনন্যা কি তাঁরই মেয়ে?
কেন হবে টেস্ট? (Ananya Panday)
অনন্যা পান্ডে (Ananya Panday), বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress)। স্বজন পোষণের তকমা থাকায়, বারংবার তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে। তবে তিনি এসবে কান দেন না। অভিনয়টাই মন দিয়ে করেছেন। একবার বলেছিলেন, নামেই তিনি তারকা সন্তান। কিন্তু তাঁকে অনেক লড়াই করতে হয়েছে। নিজের লক্ষ্যে স্থির থেকেছেন। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করে তুলতে, প্রচুর পরিশ্রম করেছেন।
মেয়ের অভিনয়ে মুগ্ধ (Ananya Panday)
আর মেয়ের (Ananya Panday) এহেন স্ট্রাগল দেখে, বাবা চাঙ্কি পান্ডে মনে করছেন, মেয়ের ডিএনএ পরীক্ষা করানো উচিত। মেয়ের অভিনয় দেখে এতটাই মুগ্ধ তিনি। একা কাঁধে দায়িত্ব নিয়ে সাত আট পর্বের সিরিজ নামিয়েছেন অনন্যা। মেয়ের ভালো কাজে সব বাবারাই গর্বিত হন। চাঙ্কি পান্ডে সেই জায়গা থেকেই ডিএনএ টেস্টের কথা বলেছেন।
আরও পড়ুন: Jeetu Kamal in TV Serial: ছোট পর্দায় ফিরছেন জিতু কমল! কে হবেন নায়িকা?
পরপর কাজ
২০২৪ এ অনন্যার পরপর তিনটি কাজ মুক্তি পেয়েছে। সেই তালিকায় রয়েছে ‘খোঁ গায়ে হাম কাঁহা’, ‘কল মি বে’ ওয়েব সিরিজ , আর ‘কন্ট্রোল’। সিরিজের জন্য অনন্যা যথেষ্ট প্রশংসা পেয়েছেন। সিরিজে মেয়ের কাজ দেখে বাবা চাঙ্কি পান্ডে বলেছিলেন, “আমি মনে করি তুমি অসাধারণ অভিনেত্রী। তোমার অভিনয় দিয়ে তুমি মুগ্ধ করেছে সবাইকে। বিশেষ করে ভালো লেগেছিল ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার টু’। সিরিজের সাত থেকে আট পর্বের অভিনয় দেখলাম। বারবার দেখার মতো অভিনয় করেছ। একটা গোটা সিরিজ নিজের কাঁধে বয়ে নিয়ে যাওয়া একেবারেই সহজ নয়”। অভিনেতা আরও বলেন, অনন্যা যেভাবে অভিনয় করেছে, সেটা তিনি কখনই পারতেন না। যেভাবে একা কাঁধে দায়িত্ব নিয়ে ৭-৮ পর্বের সিরিজ করেছে, তা সত্যি প্রশংসার যোগ্য। আর এসব দেখেই অভিনেতার মনে হচ্ছে মেয়ের ডিএনএ পরীক্ষা করানো উচিত।
আরও পড়ুন: Rubel-Shweta Marriage: প্রকাশ্যে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড, জ্বলজ্বল করছে সিঁদুর দানের ছবি
অভিনেত্রীর ব্রেকআপ
প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রী অনন্যা তাঁর ব্রেকআপ নিয়েও মুখ খুলেছেন। তাঁর অনুরাগীরা মনে করছেন, আগে কখনও এত অকপটে অভিনেত্রী এই বিষয়ে কথা বলেননি। এমনি থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় শেষ নেই। আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি।
কী বললেন অনন্যা?
‘দ্য রণবীর শো’তে অনন্যা জানান, “ভালোবাসার অনুভূতি কেবল নয়, এটা যে কোন ক্ষেত্রেই হতে পারে। আর এটা হলে সত্যি খুব কষ্ট হয়। আমি বিশ্বাস করি যে, আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাড়ির সকলে আমাকে খুব ভালবাসে। আমি একজন খোলা মনের মানুষ। তাই এটা সত্যি আমাকে কষ্ট দেয়। আমি মানুষের মধ্যে ভালোটা দেখাতে পছন্দ করি। কিন্তু আপনি কাউকে খুব ভালবাসলেন, আর সে আপনাকে ভালোবাসার বদলে ঠকালো, তখন সেটা খুব কষ্ট দেয়”।