ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) অন্দরে ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব যেন কিছুতেই থামতে চাইছে না । কিছুদিন আগেই দেখা গিয়েছিল সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই তালিকায় তবে কি এবার পড়লেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? প্ল্যানিং ছিল গানের শুটিং হবে, কিন্তু অসহযোগিতা করলেন টেকনিশিয়ানরা । এমনটাই অভিযোগ। কেনই বা পুরোনো দ্বন্দ্বের জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিচালকদের? একটা সময় এই সমস্যা পৌঁছেছিল হাইকোর্ট পর্যন্ত। তারপরেও কেন এত জল ঘোলা? কী হয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে? পুরনো দ্বন্দ্বের জের নাকি নতুন কোন সমস্যা? কেনই বা টেকনিশিয়ানরা কাছ থেকে পিছিয়ে এলেন?
হুলি গান ইজম ভিডিওর শুটিং (Anirban Bhattacharya)
কথা ছিল ‘ হুলি গান ইজম’ মিউজিক ভিডিওর শুটিং হবে (Anirban Bhattacharya)। কিন্তু সময়ে শুটিং শুরু করা যায়নি। কারণ সেই ফেডারেশন আর পরিচালকের মধ্যে রাগারাগি। অভিযোগ উঠেছে , ফেডারেশনের অসহযোগিতার কারণেই বন্ধ করে দিতে হয় শুটিং।
আসতে পারলেন না টেকনিশিয়ানরা (Anirban Bhattacharya)
রাজা চন্দের (Raja Chanda) পরিচালনায় ‘ জি ফাইভ ‘ এর ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা (Anirban Bhattacharya)। তৈরি ছিল সেটও। কিন্তু টেকনিশিয়ানরা শুটিংয়ে আসতে পারেননি বলে শুটিং শুরু করা যায়নি। শোনা যাচ্ছে, রাজা চন্দ ফেডারেশনের বিরুদ্ধে একটি বার্তায় স্বাক্ষর করেছিলেন। আর তারই জেরে কাজ বন্ধ । ফেডারেশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে আইনি পথ ধরেছিলেন কিছু পরিচালক।
আর তার মধ্যে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)। তবে তিনি গানের দলে রয়েছে , তাই মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়। ঋদ্ধি সেন আগে এই অ্যালবামে একটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন। তিনি বলেন সেটা তৈরি করার সময় কোনও রকম অসুবিধা হয়নি। আর এই মিউজিক ভিডিওটা পরিচালনার সঙ্গে তিনি যুক্ত নন। অর্থাৎ বোঝাই যাচ্ছে টেকনিশিয়ানরা অনির্বাণকে বয়কট করছেন। এমনটাই অনুমান করেন অনেকে। অবশ্য অনির্বাণ এ প্রসঙ্গে কিছু বলতে চাননি।
আরও পড়ুন: Ritu Pyne: বড় পর্দায় ঘটক দিদির বাজিমাত, কোন ছবিতে ফিরছেন? নায়ক কে?
সমস্ত ভুল বোঝাবুঝির অবসান
যদিও রাজা চন্দ সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন ১১ই মে থেকে। তাই শুটিং একদিন বন্ধ থাকলেও, গতকাল থেকে শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: Anindita Raychaudhury: বাড়িতে ২ মাসের মেয়েকে রেখে কাজে অনিন্দিতা! ক্ষুদেকে সামলাবে কে?
ফেডারেশনের রোষের মুখে সুদেষ্ণা রায়
গত কয়েক মাসে টলিপাড়ায় কিছু পরিচালককে শুটিং বন্ধ হয়েছে। সমস্ত আয়োজন হয়ে যাওয়ার পরও টেকনিশিয়ানরা আসেননি শুটিং করতে। জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর পরিচালক সুদেষ্ণা রায় ফেডারেশনে রোষের মুখে পড়েন। নতুন ছবির শুটিং ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা নিজেই জানান। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে ঝামেলা মিটে গেছে। জয়দীপ ‘বেনারসে বিভীষিকা’ র শুটিং করছেন । সেই ছবি মুক্তি পাবে ১৬ মে। অন্যদিকে সুদেষ্ণা আইনি পদক্ষেপ নিয়েছেন । প্রায় ১৫ জন পরিচালক বিষয়টা নিয়ে আইনি পথে লড়ছেন। তার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee)আছেন। সেই মামলার শুনানি ১৯ মে।