ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবি। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ইশা সাহা (Ishaa Saha)। বলা যেতে পারে, ২০২৫ সালে সবচেয়ে বড় বক্স অফিসে হিট ছবি ‘দ্য একেন বেনারসে বিভীষিকা’ (The Eken:Benaras e Bibhishika)। সেই ছবির সাকসেস পার্টি আয়োজিত হল। সেখানেই শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee) অনির্বাণকে বললেন, ‘এই সময় পা দুটো মাটিতে রাখা উচিত!’ কী কারনে এমন মন্তব্য করলেন শাশ্বত চ্যাটার্জী? অনির্বাণ কী এমন করলেন?
চুপচাপ থাকা (Anirban Chakrabarti)
জাতীয় স্তরে ‘দ্য একেন’ কোটি টাকার ব্যবসা করেছে (Anirban Chakrabarti)। যা অন্য সব ছবিকে ছাড়িয়ে গিয়েছে। আর সেই সাকসেসের পার্টিতে উপস্থিত ছিল অনির্বাণ, শাশ্বত ও অন্যরা। পার্টিতে অনির্বাণকে পাশে নিয়ে শাশ্বত কী বললেন? শাশ্বতর মতে, ‘এটা একটা অগ্যার্নিক সাকসেস পার্টি। সাথে তিনি এও মনে করেন, অনির্বাণের উচিত কিছু না বলা, এই সময় অনির্বাণের চুপচাপ থাকাই উচিত। সবচেয়ে বড় কথা। পা দুটো মাটিতে রাখা উচিত অনির্বানের।’ আর এ কথাগুলো অনির্বাণকেও তিনি বলেছেন বলে দাবী শাশ্বতর। শাশ্বত মনে করেন, ‘অনির্বাণ এগুলো মেনে চললেই, তাহলে আরও অনেক অগ্যার্নিক সাকসেস তাঁরা দেখতে পাবেন।
অজানা ছিল সাকসেস (Anirban Chakrabarti)
একেনের গল্প প্রথমে শুধুমাত্র ওটিটিতে মুক্তি পেয়েছিল। পরে ছবি তৈরি হয় গল্পকে নিয়ে। তখন কে জানত! যে বক্স অফিসে এই ছবি সাড়া ফেলে দিতে পারে। সাকসেস পার্টি থেকে জানা গিয়েছে, একেন ওটিটি ও বড় পর্দায় আসতে পারে বলে।
আরও পড়ুন: Bullet Sarojini: জনপ্রিয়তা পেয়েও করুণ হাল! নতুনের ভিড়ে বন্ধ পুরনো সিরিয়াল?
অভিনয়ের প্রতি টান
আসলে অনির্বাণ শিক্ষক হিসেবে জনপ্রিয়। অভিনয়ে তাঁর কোনও প্রশিক্ষণ ছিল না বললেই চলে। কিন্তু অভিনয়ের টানে তিনি অভিনয় জগতে পা রাখেন। আর আজ তিনি দর্শকের মনের মানুষ। প্রথম প্রথম নাটক দল ও সিনেমায় ছোট খাটো চরিত্রে অভিনয় করতেন । তারপর একদিন হঠাৎ সুযোগ আসে অনির্বাণের প্রথম, প্রধান চরিত্র। তবে একেন চরিত্রই নয় ,জটায়ু চরিত্রেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: Rittika Sen: অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে ঋত্বিকা? ২১শে জুলাইয়ে বড় প্রশ্ন!
আলাদা করে প্রশংসা করার নয়
ছবির চরিত্র গুলিকে আলাদা ভাবে প্রশংসা করার নেই। সবচেয়ে নজর কেড়েছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ছবিতে বহুরূপী খলনায়ক সেজেছেন এই অভিনেতা। আর অবাঙালিদের মতো হিন্দি ভাষা বলে নিজেদের চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন ইশা ও সাগ্নিক চট্টোপাধ্যায় (Sagnik Chatterjee)। পুলিশ কর্মী চরিত্রে সাগ্নিকের অভিনয়ও ছিল দুর্দান্ত। এই ছবির মধ্যে দিয়ে দর্শক প্রাণ ভরে বারাণসীকে দেখতে পাবেন। নৌকা বিহার, ঘাটের সন্ধ্যা আরতি প্রতিটি দৃশ্যই ভীষণ মনোহর।