Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনস্ক্রিন জুটি নাকি অফ স্ক্রিন জুটি? জনপ্রিয় কোন জুটি, এটা বলতে গেলে দর্শকদের ভোট ভাগাভাগি হয়ে যাবে। বলা হচ্ছে, একদিকে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা (Ankush – Oindrila) জুটি, অপরদিকে বিক্রম এবং ঐন্দ্রিলা (Bikram-Oindrila) জুটির কথা। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় সুপার হিট বিক্রম আর ঐন্দ্রিলা জুটি, তা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে বাস্তবে ঐন্দ্রিলার জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন অঙ্কুশ (Ankush-Oindrila)।
বিক্রমের সাথে ঐন্দ্রিলাকে দেখলে অঙ্কুশের হিংসা হয় ,নাকি পুরোটাই তিনি স্বাভাবিক ভাবে মেনে নিয়েছেন (Ankush-Oindrila)? এই যে দর্শক মনে ঐন্দ্রিলা এবং বিক্রম জুটিকে নিয়ে আলাদা একটা আবেগ কাজ করে, আলাদা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে। এই বিষয়ে কী মনে করেন অঙ্কুশ ? বিষয়টাকে কীভাবে গ্রহণ করেন টলিউডের এই সুপারস্টার ?
নিজেদের মধ্যে আলোচনা (Ankush-Oindrila)
বিক্রম ঐন্দ্রিলা (Bikram- Oindrila) জুটিকে নিয়ে কোনও জেলাসি বোধ করেন না অঙ্কুশ। অঙ্কুশের মতে, ঐন্দ্রিলা অঙ্কুশ জুটি আসার আগেই বিক্রম ঐন্দ্রিলা জুটি দর্শকের কাছে খুবই প্রিয়। তাই অভিনেতা অঙ্কুশ চান , পর্দায় ঐন্দ্রিলা বিক্রম (Oindrila -Bikram) জুটি আবারও ফিরুক। দর্শকের এত প্রিয় জুটি আবারও দর্শকের কাছে ফিরে আসুক। আর এ নিয়ে বিস্তর আলোচনাও হয় অঙ্কুশ , ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে। অঙ্কুশ মনে করেন , দর্শকের এই জনপ্রিয়তাকে কাজে লাগানো উচিত (Ankush-Oindrila)।
খুব ভালো বন্ধু
অঙ্কুশ, ঐন্দ্রিলা ও বিক্রম একে অপরের খুব ভালো বন্ধু। আর তাঁদের বন্ধুত্বর নানান কথা মাঝেমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে। তবে ছোট পর্দায় অনেকদিন ফেরেননি বিক্রম ঐন্দ্রিলা জুটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, একটি রিয়ালিটি শো সঞ্চালনা করতে পারেন এই জুটি। আর যে খবরে ভীষণ খুশি অনুরাগীরা। অর্থাৎ নতুন ভাবে দর্শক দেখতে চলেছেন এই জনপ্রিয় জুটিকে।

সমান তালে কাজ করা
অঙ্কুশ, ঐন্দ্রিলা ,বিক্রম ইতিমধ্যে সিরিজ ও বড় পর্দায় কাজ করে চলেছেন। দর্শকও ভীষণ ভালোবাসেন এদের অভিনয় দেখতে। আর অঙ্কুশ ঐন্দ্রিলার বাস্তব কেমিস্ট্রিও অনুরাগী থেকে দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। বলতে গেলে তিনজনেই সুপার ডুপার হিট, সেটা অফ স্ক্রিন হোক কিংবা অনস্ক্রিনে (Ankush-Oindrila)।
আরও পড়ুন: Asia Cup 2025: BCCI-এর বড় সিদ্বান্তের ফলে দেখা নাও যেতে পারে ইংল্যান্ড জয়ী তারকাদের
দর্শকের পছন্দ
পর্দায় দর্শক বেশি পছন্দ করেন ঐন্দ্রিলা বিক্রম জুটিকে। আর পর্দায় এই জুটি যে বেশি সফল, তা বলাই যায়। বিক্রম ঐন্দ্রিলা জুটি নিয়ে অঙ্কুশের কোনও খারাপ লাগা নেই। বরং তিনি চান পর্দায় ঐন্দ্রিলা বিক্রম চুটিয়ে কাজ করুক। প্রসঙ্গত, অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি বিস্তর আলোচনায় রয়েছে। গুঞ্জন শোনা গিয়েছে , এই জুটির বিয়ের খবর। তবে সেই খবর সম্পর্কে পাকাপোক্ত কোনও প্রমাণ নেই। দুজনের সম্পর্কের বন্ডিং বহু দিনের (Ankush-Oindrila)।