ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা উদয়ের (Uday Pratap Singh) নাকি বউ ভাগ্যটা বেশ ভালো! নেটিজেনরা এখন সেটাই বলছে। কিন্তু কেন? পার্শ্ব চরিত্র থেকে প্রধান নায়ক চরিত্র পাওয়া মুখের কথা নাকি? জি বাংলায় (Zee Bangla) নতুন সিরিয়ালে এবার দেখতে পাবেন অভিনেতা উদয় প্রতাপ সিংকে। তাও আবার মুখ্য চরিত্রে। প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে। দর্শকদের ভালোও লেগেছে। উদয়ের বিপরীতে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানী।
কী বলছেন অনামিকা? (Uday Pratap Singh)
উদয়ের (Uday Pratap Singh) এই নতুন কাজ নিয়ে কী বলছেন অনামিকা ? অনামিকা মাঝখানে কিছুটা ব্রেক নিলেও, নতুন করে আবার পর্দায় ফিরেছেন। তাকে দেখা যাচ্ছে ‘মিঠি ঝোরা’ (Mithi Jhora) ধারাবাহিকে। কিন্তু মুখ্য চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে। তাও আবার নেগেটিভ চরিত্রে (Negative Character)।
সব জায়গায় নতুন ধারাবাহিক (Uday Pratap Singh)
স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা। প্রত্যেকেই এখন নিজেদের চ্যানেলগুলোকে ঢেলে সাজাচ্ছে। এই তো কয়েকদিন আগেই। জি বাংলায় শুরু হল ঋত্বিক মুখার্জি আর অন্বেষা হাজরার নতুন সিরিয়াল আনন্দী। এবার শুরু হতে চলেছে আর এক নতুন সিরিয়াল পরিণীতা (Parinita)। একেবারে সম্পূর্ণ নতুন জুটি উপহার পেতে চলেছেন দর্শক। কলেজের রোমিও (Romeo) চরিত্রে অভিনয় করছেন উদয় (Uday Pratap Singh)। একেবারেই ব্যতিক্রম দুই মেরুর মানুষ। এই দুই মেরুর মানুষের মনের মিল কী হবে? কীভাবে হবে? কোন পথে হবে? সেটাই দেখার।
আরও পড়ুন: Shakib-Idhika: ফের পর্দা কাঁপাবে শাকিব-ইধিকা ম্যাজিক, প্রিয়তমা-র পর নতুন সুখবর
সাহিত্য নেই
এটা কোনও সাহিত্য মূলক সিরিয়াল নয়। কিন্তু দর্শক মনে প্রশ্ন। উদয়কে এতদিন দেখা যাচ্ছিল, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu)। সেখানে তিনি অভিনয় করছিলেন সৃজনের (Srijan) ভাই চয়নের (Chayan)ভূমিকায়। তাহলে কী, অভিনেতা দুটি ধারাবাহিক একসঙ্গে করবেন? তবে ‘নিম ফুলের মধু’র কাহিনী অনুযায়ী, কিছুদিন আগেই সিরিয়ালে গোয়েন্দার চাকরি পাওয়ার নাম করে দত্ত বাড়ি থেকে দূরে দিল্লিতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও টলি পাড়ার গুঞ্জন বলছে, খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
সবাই অবাক
অপরদিকে উদয়কে (Uday Pratap Singh) নায়কের রোলে দেখে তো সবাই অবাক। স্টুডিওতে সহকর্মীরা তাকে নাকি চিনতেই পারছে না। অভিনয় দুনিয়ায় তাকে একদমই মনে হচ্ছে, নব্য যুবক বলে। পরিণীতা ধারাবাহিক উদয়কে টলিউডে আবার নতুন করে পরিচিত করাতে চলেছে, তা বলাই বাহুল্য। অনেকেই বলাবলি করছেন, বিয়ের পর বউ ভাগ্যে অর্থাৎ অনামিকা চক্রবর্তীর (Anamika Chakraborty) ভাগ্যেই স্বামীর এত উন্নতি। গুঞ্জন দূরে থাক। এখন ভীষণ খুশি অনামিকা। কারণ স্বামীর উন্নতি হলে স্ত্রী তো অবশ্যই খুশি হবেন। তাছাড়া অভিনেতা হিসেবে উদয় যথেষ্ট দক্ষ। বহু বছর ধরে উদয় ধারাবাহিককে অভিনয় করছেন।
প্রথমবার নায়ক
এই প্রথম তাঁকে নায়কের ভূমিকায় দেখা যাবে। তাঁকে নিজেকে প্রমাণ করতে হবে কলেজ পড়ুয়ার ভূমিকায়। পর্দায় তিনি ২৩ বছরের যুবক হলেও, বাস্তবে কিন্তু ৩৩ বছর। যার কারণে তাকে এক মাসে ১০ কিলো ওজন ঝরাতে হয়েছে। যাতে পর্দায় ২৩ বছরের যুবক বলে মনে হয়। চ্যালেঞ্জটা একদমই সহজ ছিল না। বলিউডের ধাঁচে কলেজ কালচার দেখানো হবে। এই ধারাবাহিকের পর্দায় অনেক রকম ভাবেই চরিত্রকে নিয়ে ভাঙ্গা গড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: Bhog: আসছে রহস্যে রোমাঞ্চে মোড়া ‘ভোগ’, অনির্বাণকে পরিচালনা করবেন পরমব্রত
ট্রোলের জবাব
আর যারা অভিনেতাকে নিয়ে ট্রোল করছেন, বিষয়গুলোকে তিনি অতটা পাত্তা দেন না। শুনছেন আর মজা হচ্ছে। বিষয়গুলো নিয়ে মাথাও ঘামান না। নবাগতা নায়িকাকে এখানে বাঁকুড়ার ভাষা বলতে হবে। কিছু কিছু জায়গায় গিয়ে আটকাচ্ছে। অভিনেতা উদয়কেও নতুন করে অনেক কিছু শিখতে হচ্ছে। মাঝে মধ্যে নবাগতা নায়িকাকেও একটু পরামর্শ দিচ্ছেন। অপরদিকে উদয়ের স্ত্রী এখন নায়িকার চরিত্রে নেই। অভিনয় করছেন পার্শ্ব চরিত্রে। স্বামী হিসেবে উদয় চাইছেন অনামিকাও আগে পরিস্থিতিতে ফিরে আসুন। আশা রাখেন, সবকিছু আগের মতোই আবার ঠিক হয়ে যাবে।